#চন্দ্রকোণা: ছোট থেকে তার শরীরে পোলিও’র থাবা। গত ছ’বছর বন্ধ হাঁটাচলা। এখন ঠিক মতো বসতেও পারে না। গত ৩ মাস টিউশন নেওয়া হয়নি । কিন্তু জেদ ছাড়েনি মজিবুর। চন্দ্রকোণার বিশেষ চাহিদা সম্পন্ন মজিবুর সরকার। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী।
১৮ তারিখ থেকে শুরু এ বছরের মাধ্যমিক। প্রথম বড় পরীক্ষার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মজিবুর রহমান। ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যমপাড়ায় মজিবুরের বাড়ি। পড়াশোনা কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ছোটো থেকেই পোলিও আক্রান্ত, গত ছ’বছর হাঁটাচলার শক্তিও হারিয়েছে মজিবুর। এখন ঠিক করে বসতেও পারে না। ছোট বেলা থেকেই ভীষণ জেদি মজিবুর। জেদ লেখাপড়া শেখার। সেই জেদ নিয়েই মাধ্যমিকে বসছে এই পড়ুয়া।
বাবা অহিদুর সরকার দিন মজুর। বাবা-মা’র সঙ্গে এ ভাবেই স্কুলে যায় মজিবুর। বেশিরভাগ সময়টা বাবার কোলেই কাটে। কিছুদিন আগে বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে স্কুলে গিয়ে নিয়ে এসেছে অ্যাডমিড কার্ডও।
সেন্টার পড়েছে চন্দ্রকোণার লক্ষ্মীপুর হাইস্কুলে। ছেলে সফল হবেই। চোখে স্বপ্ন মা জাহানারার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik Examination, Polio