South 24 Parganas News: পাথরপ্রতিমায় পরপর ধরা পড়ল এক জোড়া কুমির
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
একদিনে দুটি কুমির ধরে বিরাট সাফল্য পেল পাথরপ্রতিমা বনদফতর। প্রথম কুমিরটি ধরা পড়ে ব্রজবল্লভপুর ছোট রাক্ষসখালির হরিহর বেরার পুকুর থেকে, সেটি প্রায় ৮ ফুট লম্বা। দ্বিতীয় কুমিরটি ধরা পড়ে পশ্চিম শ্রীপতিনগর গঙ্গার ঘাটের কাছ থেকে।<br><br>
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: একদিনে দু’টি কুমির ধরে বিরাট সাফল্য পেল পাথরপ্রতিমার বন দফতরের কর্মীরা। প্রথম কুমিরটি ধরা পড়ে ব্রজবল্লভপুর ছোট রাক্ষসখালির হরিহর বেরার পুকুর থেকে, সেটি প্রায় ৮ ফুট লম্বা। দ্বিতীয় কুমিরটি ধরা পড়ে পশ্চিম শ্রীপতিনগর গঙ্গার ঘাটের কাছ থেকে।
ব্রজবল্লভপুরের ছোট রাক্ষসখালির কুমিরটির থেকে ৪০ টির মত ডিম পাওয়া গিয়েছে। এই কয়েকদিনে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের জেরে কুমিরগুলি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজারহাটে চালু হল অপরাধ সংক্রান্ত সেন্ট্রাল ফরেনসিক সাইন্স ল্যাবরেটরি, বহু মামলায় আসবে গতি!
advertisement
এলাকায় ঢুকেছে কুমির, এই খবর পেতেই স্থানীয়রা জড়ো হতে শুরু করে পুকুর পাড়ে। খবর পেয়ে আসে বন দফতরের। দিনের বেলায় বড় কুমিরটি ধরার পর, রাতের বেলায় আবারও কুমির ধরতে চলে অভিযান।
advertisement
কুমিরগুলি ধরার পর তাদের ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়। সেখানে কুমিরগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
চিকিৎসার পর স্ত্রী কুমিরটিকে ছেড়ে দেওয়া হয় মুক্ত পরিবেশে। সুন্দরবনের এই অংশে আগেও বিভিন্ন জায়গায় কুমির এসেছিল। তবে এবার একদিনে জোড়া কুমির ধরে সাফল্য পেয়েছে বনদফতর।
কুমিরগুলি ধরা পড়ার পর খুশি স্থানীয় বাসিন্দারা। বনদফতরের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কাজে হাত লাগিয়েছিলেন। কুমির ধরার পর হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 9:03 PM IST