Murshidabad News: গঙ্গার জল বাড়তেই চরম সর্বনাশ! স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Murshidabad News: গঙ্গাতে দুই বন্ধু মিলে স্নান করতে নেমে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গঙ্গার প্রবল জলস্রোতের সময়ে ভরা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বালক।
মুর্শিদাবাদ: গঙ্গাতে দুই বন্ধু মিলে স্নান করতে নেমে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গঙ্গার প্রবল জলস্রোতের সময়ে ভরা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বালক। মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় গঙ্গাঘাটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ওই বালকদের নাম বকুল শেখ (১৫) ও বাবু শেখ (১২)। তাদের বাড়ি সুতি থানার কারবালা কালিতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ। এই ঘটনার জেরে ইতি মধ্যেই খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। এখনও খোঁজ মেলেনি দুই কিশোরের।
আরও পড়ুনঃ Alipurduar News: নদীতে মাছ ধরতে গিয়ে সর্বনাশ! জঙ্গলের পথে ভয়ঙ্কর হামলায় মর্মান্তিক মৃত্যু
advertisement
advertisement
বিভিন্ন জায়গায় বর্ষণের কারণে ইতি মধ্যেই ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে গঙ্গায় জলস্তর বৃদ্ধি হয়েছে। আর জলস্তর বৃদ্ধি হতেই আতঙ্কিত নদীর তীরে অবস্থিত মানুষজন। তবে মঙ্গলবার দুপুরে এভাবে দুই বন্ধু মিলে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 01, 2024 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: গঙ্গার জল বাড়তেই চরম সর্বনাশ! স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু









