Rail Strike: সাত সকালেই ট্রেন অবরোধ! যাত্রী বিক্ষোভে ব্যাপক বিপর্যস্ত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল? জানুন

Last Updated:

Rail Strike: কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আপ আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর সাঁকোপাড়া হল্ট স্টেশনে। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের উপর নির্ভর করে থাকেন যাত্রীরা।

News18
News18
ফরাক্কা, তন্ময় মণ্ডল: কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আপ আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর সাঁকোপাড়া হল্ট স্টেশনে। হাওড়া-কাটিহার এক্সপ্রেসের উপর নির্ভর করে থাকেন যাত্রীরা। কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে স্টপেজ নেই। বারবার রেল আধিকারিকদের জানানো হলেও কর্ণপাত করছিলেন না বলেই ছিল অভিযোগ। তাই বাধ্য হয়ে পথে নেমে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬ঃ০৮মিনিটে সাঁকোপাড়া স্টেশনে প্রবেশ করার সময় আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকিয়ে  বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভের জেরে প্রায় ১৫ মিনিট আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। বিক্ষোভকরিদের দাবি, অবিলম্বে পুনরায় সাঁকোপাড়া হল্ট স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দিতে হবে। যদিও রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন, উচ্চ অধিকারিকদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। যদিও রেল অবরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে রেল চলাচল।
advertisement
আরও পড়ুনঃ বাগডোগরা থেকে সোজা ইম্ফল, আগরতলা! উত্তর-পূর্ব বেড়ানো এবারে অর্ধেক সময়ে, জানুন বিমানের সময়সূচি
বিক্ষোভকারীদের দাবি, আমাদের কাটিহার এক্সপ্রেস ট্রেনে স্পপেজ দিলেই হাওড়া ও কলকাতা যাওয়া বা আসার ক্ষেত্রে সুবিধা প্রদান হবে। কিন্তু ট্রেনের আগে স্টপেজ থাকলেও এখন বর্তমানে নেই। যাত্রীদের কথা মাথায় রেখেই যেন স্টপেজ দেওয়া যায় সেই জন্য বাধ্য হয়ে রেল অবরোধ করা হয়েছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Strike: সাত সকালেই ট্রেন অবরোধ! যাত্রী বিক্ষোভে ব্যাপক বিপর্যস্ত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল? জানুন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement