#দিনহাটা: পঞ্চায়েত ভোটগণনা ঘিরেও বিক্ষিপ্ত হিংসা ছড়িয়েছে জেলায় জেলায় ৷ শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষের খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ রাজ্য জুড়ে শাসক দলের ঝড় উঠলেও রাজ্যে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে উঠে আসছে বিজেপি ৷ তা ভোটগণনার ফল থেকে স্পষ্ট ৷ কিন্তু শাসক-বিরোধী দলের বিবাদের মাঝেই দিনহাটায় জয় ছিনিয়ে নিল নির্দল ৷ দিনহাটায় গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ১২ টাতেই জয় ছিনিয়ে নিয়েছে নির্দল ৷
রাজ্যে এই নবম পঞ্চায়েত নির্বাচনই প্রথম ভোট ৷ যখন বিরোধীদের হাতে নেই একটিও জেলা পরিষদ ৷ এমনকী, ভোটে বিরোধীদের জেতা তিনটি জেলা পরিষদও শাসকদের অধীনে চলে গিয়েছে ৷
পঞ্চায়েত নিয়ে আইনি লড়াইয়ে জমি ছাড়েনি বাম-বিজেপি-কংগ্রেস। কিন্তু ভোটের লড়াই? আদৌ সেই লড়াইয়ে ছিল তো বিরোধীরা? বিজেপি তবু কিছুটা মুখ বাঁচিয়েছে। বাম-কংগ্রেসের অবস্থা দেখে প্রশ্ন উঠছে, রাজ্যে সংগঠন বলে আদৌ কি কিছু আছে সর্বভারতীয় এই দুই দলের? ভোটের ফল প্রকাশের পর অস্তিত্ব সংকটে বাম-কংগ্রেস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Election Result, Bengal Election Result 2018, Bengal Panchayat Results, Dinhata, Panchayat Election 2018, TMC, WB Panchayat Election Result, West Bengal Panchayat Election Result, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, বাংলার নির্বাচনের ফলাফল ২০১৮, বাংলার নির্বাচনের রেজাল্ট