TMC Councilor Arrested: অভিষেকের সই জাল, চুপচাপ কী করলেন তৃণমূল কাউন্সিলর? নজরে আসতেই গ্রেফতার, ঘাটালে শোরগোল

Last Updated:

সোমবার সন্ধ্যা থেকেই তৃণমূল কংগ্রেসের লেটার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল সই করা একটি চিঠির ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়৷

ধৃত তৃণমূল কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ৷
ধৃত তৃণমূল কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ৷
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে নকল লেটার প্যাড দেখিয়ে টাকা তোলার অভিযোগ৷ গ্রেফতার ঘাটাল পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষ৷ তিনি আবার ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও৷
সোমবার সন্ধ্যা থেকেই তৃণমূল কংগ্রেসের লেটার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল সই করা একটি চিঠির ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এর কিছুক্ষণের মধ্যেই ওই চিঠি দেখিয়ে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি৷ অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল সই সমেত ওই চিঠি দেখিয়েই তাঁর থেকে ৫ লক্ষ টাকা আদায় করেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ৷ ওই চিঠিতে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটাল পুরসভার চেয়ারম্যান করা হয়েছে বিভাসবাবুকে৷ যদিও ওই চিঠি ভুয়ো বলেই দাবি তৃণমূল নেতৃত্বের৷
advertisement
এই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ৷ আজই তাঁকে আদালতে তোলা হয়৷ পুলিশ জানিয়েছে, বিভাসবাবুর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ এলাকার বিজেপি এবং সিপিএম নেতাদের অভিযোগ, ঘাটালের বহু তৃণমূল নেতাই চাকরি পাইয়ে দেওয়া, সরকারি বাড়ির টাকা পাইয়ে দেওয়া, রাস্তা তৈরির বরাত পাইয়ে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের থেকে টাকা তুলেছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷ যদিও রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, দলের কেউ অন্যায় করে থাকলে তৃণমূল কংগ্রেস তাঁকে আড়াল করে না৷ বিষয়টি নজরে আসার পরই ঘাটালের ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Councilor Arrested: অভিষেকের সই জাল, চুপচাপ কী করলেন তৃণমূল কাউন্সিলর? নজরে আসতেই গ্রেফতার, ঘাটালে শোরগোল
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement