রায়গঞ্জে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
#রায়গঞ্জ: তৃণমূল কাউন্সিলরকে গুলি করে পালাল দুস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ ওই কাউন্সিলরের নাম তপন দাস ৷ বাড়ি রায়গঞ্জ শহরের তেলিপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন দাস সোমবার সকালে রায়গঞ্জের কান্তনগর এলাকায় কাজ দেখতে গিয়েছিলেন । সেই সময় একটি বাইকে করে দুস্কৃতীরা এসে তপনবাবুকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। প্রথমে তপনবাবুকে মাথা লক্ষ্য গুলি চালালে তপনবাবুর পাশ দিয়ে গুলিটি চলে যায়। পরে ওই দুস্কৃতীরা পরে দ্বিতীয়গুলি তপনবাবুর বুকের নীচে লক্ষ্য করে চালায়।
advertisement
গুরুতর জখম অবস্থায় মাঠিতে পরে যায় তপনবাবু। তড়িঘড়ি তপনবাবুকে রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাষ। তিনি জানান,তপন দাস একজন বর্ষিয়ান কাউন্সিলর। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তাদের খুঁজে বের করবেই৷ অভিযুক্তদের গ্রেফতারের তল্লাশি চলছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2020 7:05 PM IST