চোপড়া: চোপড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিবিদ্ধ হয়ে মৃত ২, আহত বেশ কয়েকজন। তৃণমূলের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে চোপড়া। জানা যায়, পঞ্চায়েতে প্রার্থী বাছাইকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের দীঘাবানা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের। মৃতরা হলেন ফয়জুল রহমান (৫৪), হাসু মহম্মদ। ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ফয়জুলকে মৃত ঘোষণা করেন। উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসু-র। ঘটনায় আহত একাধিক। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।
ঘটনায় আহত আব্দুল আলী নামে এক ব্যক্তি জানান, '' পঞ্চায়েত নির্বাচনের আগে সদস্য বাছাইয়ের জন্য আজ আমরা গিয়েছিলাম। কী করে জানব আমাদের গুলি করা হবে? আমারও গুলি লেগেছে।''
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে অনৈতিক ভাবে বাছাই চলছিল। একটি পঞ্চায়েত সদস্যের জন্য দুটো করে প্রতিদ্বন্দ্বী। কোর কমিটির সদস্যরা এসে দু'জনকে বাছাই করে নিয়ে চলে যায়। মিটিং সেরে বাড়ি যাওয়ার পথে হঠাৎই চলে গুলি। দু'জনের নাম বাছাই করা যাবে না, একজনেরই নাম বাছাই করতে হবে, এই নিয়ে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। চলে গুলি। জানা যায়, যাঁর গুলি লেগেছে, তাঁর ভাইয়ের নাম পাঠানো হয়েছিল সদস্যের বাছাই হিসেবে। আরও একজনের পায়ে গুলি লেগেছে, তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে গোলাগুলির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপরায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chopra TMC Clash