Abhishek Banerjee: 'সাগরদিঘি এখন অতীত!' মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন ফিরহাদ, অভিষেকের যাত্রায় কী এমন হল?

Last Updated:

সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর অভিষেকের প্রথম মুর্শিদাবাদ সফর ঘিরে জুড়ে থাকলো প্রচারে চমক , আর তৃণমূল কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছাস।

মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
ফরাক্কা: মাত্র কয়েক মাস আগেই মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে লজ্জার হারের মুখ দেখেছে তৃণমূল কংগ্রেস৷ অভিষেকের নবজোয়ার যাত্রায় অবশ্য সেই মুর্শিদাবাদেই অন্য ছবি৷ জনতার উৎসাহ আর ভিড় দেখে অভিষেক নিজেই আবেগতাড়িত হয়ে পড়লেন৷ আর এক শীর্ষ তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও দাবি করলেন, সাগরদিঘি এখন অতীত!
নবজোয়ার যাত্রায় শুক্রবার মুর্শিদাবাদে পৌঁছন অভিষেক৷ মানুষের উন্মাদনা দেখে অভিষেক বলেন, ‘আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং জাঁকজমকপূর্ণ স্বাগত অনুষ্ঠান আমার হৃদয় জিতে নিয়েছে! আমরা তৃণমূল স্তরে সকলের জন্য উন্নয়ন এবং কল্যাণ সুনিশ্চিত করব।’
advertisement
ফরাক্কা থেকে ধুলিয়ান হয়ে জঙ্গিপুরের উমরপুর মোড়। দূরত্ব সাকুল্যে ২৭ কিলোমিটার । পেরোতে লাগলো আড়াই ঘণ্টার একটু বেশি সময়। গোটা রাস্তা কার্যত দখল নিয়েছে তৃণমূল কর্মীরা। অনুগামীদের সঙ্গে নিয়ে অভিষেক দর্শনে হাজির স্থানীয় বিধায়করা। রাস্তায় ভিড়ের মধ্যেই কখনো উঁকি মেরে উঠলেন সাংসদ খলিলুর রহমান বা কখনও অন্য কোনো বিধায়ক।
advertisement
দর্শনার্থীদের ডাকে সাড়া দিয়ে চার চার বার গাড়ির ওপরে উঠে দাঁড়ালেন তিনি । হাত তালির ঝড় উঠলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ।
সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর অভিষেকের প্রথম মুর্শিদাবাদ সফর ঘিরে জুড়ে থাকলো প্রচারে চমক , আর তৃণমূল কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছাস।
গাড়ির উপরে দাঁড়িয়েই ভিড় পেরোলেন তিনি। হাত নাড়লেন৷ সুতি মোড়ের ভিড়, যানজট পেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছে কনভয়। আবার জঙ্গিপুরের আগেই জাতীয় সড়কে ঘিরে ধরল ভিড়। ভিড়ের মাঝেই রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলেন ফিরহাদ হাকিম । ভিড়ের সঙ্গেই হাঁটছেন । মুর্শিদাবাদের অভিষেক সফর নিয়ে জিজ্ঞাসা করতেই বললেন সাগরদিঘি এখন অতীত। মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। “
advertisement
বিরোধীরা অবশ্য রাজনৈতিক আক্রমণ করলেও, তৃণমূল কংগ্রেস মনে করছে মুর্শিদাবাদ জেলায় তাদের শক্তি অটুট আছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'সাগরদিঘি এখন অতীত!' মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন ফিরহাদ, অভিষেকের যাত্রায় কী এমন হল?
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement