Lift in Home: এবার আপনার বাড়িতেও লিফট! বাঁকুড়ার উদ্ভাবক অর্ধেক দামে করে ফেলেছেন কামাল, নতুন ফিচার্সে ঠাসা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Lift in Home: তিন তিনটি স্পেশাল ফিচার, প্রায় অর্ধেক মূল্যে লিফটের পরিষেবা, নিজের বাড়িতেও এবার লিফট
বাঁকুড়া: বাঁকুড়ার ব্যক্তি নিজের হাতে বানানো লিফট লাগিয়েছেন নিজের বাড়িতে। বাজারে যেসব লিফট পাওয়া যায় সেই লিফটগুলির প্রায় অর্ধেক মূল্যে লিফট পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাঁকুড়ার উদ্ভাবক চঞ্চল সিং। এছাড়াও থাকছে তিন তিনটে এক্সট্রা ফিচার। তাঁর আগে চঞ্চল সিং জানিয়েছেন ঠিক কি কারণে নিজের বাড়ির লিফট নিজেই বানালেন।
এর আগে ইলেকট্রিক জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন তিনি, এবার নিজের বাড়িতে বয়স্ক মানুষদের অনুরোধে সস্তায় লাগালেন লিফট। এক বছর আগে পরীক্ষামূলক ভাবে শুরু করেন লিফটের কাজ। তবে খবর ছড়িয়ে পড়তেই চঞ্চল সিংয়ের কাছে লিফট বানিয়ে দেওয়ার অনুরোধও আসতে থাকে। নিজে বানিয়েছেন বলেই সমস্যা গুলি বুঝতে সুবিধা হয়েছে নির্মাতা চঞ্চল সিং এর। অসুবিধা বুঝে তিনি নিজের মস্তিষ্কপ্রসূত তিন তিনটি সেফটি ফিচার লাগিয়েছেন অতিরিক্ত।
advertisement
advertisement
বাঁকুড়ার ব্যক্তির তৈরি এই লিফটে রয়েছে বিশেষ সুরক্ষার ফিচার। লিফটে লাগানো রয়েছে অতিরিক্ত পাওয়ার ব্যাংক প্রযুক্তি। লোডশেডিং হলে বা কারেন্ট চলে গেলে, অতিরিক্ত দুই ঘণ্টা কার্যকরী থাকবে এই লিফট। লাগানো রয়েছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি। এছাড়াও লিফটের কেবল ছিড়ে গেলে, নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কষে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে লিফট, পোশাকি নাম মেকানিজম ব্রেক সিস্টেম।
advertisement
কেবল ছিঁড়ে অন্যান্য সেফটি ফিচার কম্প্রোমাইজ হয়ে গেলেও, নিচে লাগানো রয়েছে কুশন। ফলে কুশনে গিয়ে ধাক্কা মারলে ক্ষতি এড়ানো যাবে অনেকটাই। ইতিমধ্যেই এই লিফট আরও সাতটি বাড়িতে বাণিজ্যিকভাবে লাগিয়েছেন চঞ্চল সিং। বাঁকুড়া জেলা তথা জেলার বাইরে থেকে এসেছে লিফটের অর্ডার। এছাড়াও থাকছে ২৪ ঘণ্টার ফ্রি সার্ভিস।
ইতিমধ্যেই লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র পেয়ে গেছেন চঞ্চল সিং। নিজের মস্তিষ্কপ্রসূত এই লিফট বাণিজ্যিক রূপ দিতে বদ্ধপরিকর তিনি। বাঁকুড়া এই উদ্ভাবক এবং নির্মাতা একের পর এক চমকপ্রদ ব্যবহারযোগ্য মেশিন বানিয়ে বাঁকুড়ার নাম পৌঁছে দিচ্ছেন ভারতের বিভিন্ন কোণায়।
advertisement
Neelanjan Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 9:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lift in Home: এবার আপনার বাড়িতেও লিফট! বাঁকুড়ার উদ্ভাবক অর্ধেক দামে করে ফেলেছেন কামাল, নতুন ফিচার্সে ঠাসা