জাতীয় সড়ক সম্প্রসারণে ল্যাংচা বিক্রিতে আঁচ, প্রতিবাদে বৃহস্পতিবার বন্ধ থাকল শক্তিগড়ের সব ল্যাংচার দোকান

Last Updated:

চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। তাতেই ব্যবসার ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা

বধর্মান: চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। তাতেই ব্যবসার ভবিষ্যত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা। নির্মাণকারী সংস্থার পরিকল্পনা অনুযায়ী জাতীয় সড়কের এই অংশের উচ্চতা হচ্ছে অনেকটাই। ফলে কোনও গাড়ি রাস্তা ছেড়ে ল্যাংচার দোকানে নামতে পারবে না। আবার সার্ভিস রোডে দাঁড়িয়ে কেনাকাটা মানে দুর্ঘটনার ঝুঁকি পদে পদে। সব মিলিয়ে ব্যাপকভাবে ব্যাহত হবে কেনাকাটা, এমনটাই দাবি ল্যাংচা ব্যবসায়ীদের। প্রতিবাদে বৃহস্পতিবার বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফরের দিন সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানালেন ল্যাংচা ব্যবসায়ীরা।
জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে ঘোর বিপাকে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুদিকের ল্যাংচা ব্যবসার ভবিষ্যত। দোকান মালিকদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো কাজ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই কারণেই বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়ে এলাকার সমস্ত দোকান বন্ধ করে দিলেন দোকান মালিকরা।
শক্তিগড় ল্যাংচা কল্যাণ ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল মণ্ডল বলেন, ২০১৭ সাল থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি কর্তৃপক্ষ। ফলে এই মুহূর্তে আমড়া, শক্তিগড় এলাকার ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই জাতীয় সড়কের দুদিকে ৬৫শতাংশ ড্রেনের ডাউন স্ল্যাবের কাজ প্রায় শেষ। কিন্তু বাকি যে অংশের কাজ এখনও বাকি আছে, সেখানে ডাউন স্ল্যাব হবে না বলেই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
advertisement
advertisement
সেক্ষেত্রে ড্রেনের বাকি অংশ রাস্তা থেকে ৮ইঞ্চি উঁচু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  এর ফলে এই এলাকার কোনও দোকানের সামনেই জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন আর দাঁড়াতে পারবে না। স্বাভাবিকভাবেই চরম ক্ষতির মুখে পড়তে হবে ল্যাংচা ব্যবসায়ীদের। অন্যদিকে এই অবস্থা সৃষ্টি হলে অনেকেই সার্ভিস রোডের ওপর নির্ভর করে ব্যবসা চালানোর চেষ্টা করবেন। যাতে আরও বেশি সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।
advertisement
ব্যবসায়ীদের বক্তব্য,আমরা ব্যবসা করতে এসেছি, '' কিন্তু তার জন্য  মানুষের জীবন বিপন্ন হোক তা চাই না। আমদের দাবি, অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন শক্তিগড় এলাকার ল্যাংচা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি আলোচনা করে দেখুন।''
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়ক সম্প্রসারণে ল্যাংচা বিক্রিতে আঁচ, প্রতিবাদে বৃহস্পতিবার বন্ধ থাকল শক্তিগড়ের সব ল্যাংচার দোকান
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement