Deganga Thief Arrest: চুরি করতে এসে নাবালিকার সর্বনাশ, যাওয়ার আগে মিসড কল দিল চোর! দেগঙ্গায় মাঝরাতে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায়৷ ওই নাবালিকার বাবার অভিযোগ, গতকাল রাতে বাড়ির পিছনের দিকের দরজা দিয়ে তাঁর মেয়ের ঘরে ঢোকে ওই চোর৷
জিয়াউল আলম, দেগঙ্গা: চুরি করতে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ৷ শুধু তাই নয়, পালানোর সময় ঘরে রাখা মোবাইল ফোন থেকে নিজের মোবাইল নম্বরে মিসড কলও করে অভিযুক্ত৷ আর সেই ফোন নম্বরের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায়৷ ওই নাবালিকার বাবার অভিযোগ, গতকাল রাতে বাড়ির পিছনের দিকের দরজা দিয়ে তাঁর মেয়ের ঘরে ঢোকে ওই চোর৷ ঘরে চোর ঢুকতে দেখে চিৎকার করতে শুরু করে ওই নাবালিকা৷ অভিযোগ, তখন ছুরি বের করে ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত৷ এর পর আলমারিতে রাখা সোনার গয়না নিয়ে পালিয়ে যায় সে৷
advertisement
advertisement
অভিযুক্ত এতটাই বেপরোয়া ছিল যে ঘরে রাখা মোবাইল ফোন থেকে নিজের মোবাইল নম্বরে একটি মিসড কলও দেয়৷ পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা জানায় পুলিশ৷ দেগঙ্গা থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার৷
যে নম্বরে অভিযুক্ত চোর মিসড কল করেছিল, তদন্তে নেমে সেটি ট্র্যাক করতে শুরু করে পুলিশ৷ ওই মোবাইল নম্বরের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ উদ্ধার হয় চুরি যাওয়া গয়না৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তকে এ দিন বারাসত আদালতে পেশ করে পুলিশ৷ নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য আদা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 5:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deganga Thief Arrest: চুরি করতে এসে নাবালিকার সর্বনাশ, যাওয়ার আগে মিসড কল দিল চোর! দেগঙ্গায় মাঝরাতে ভয়ঙ্কর কাণ্ড