Nadia News: তীব্র গরমে পথ চলতি মানুষের পাশে ট্রাফিক পুলিশ, তৃষ্ণা মেটাচ্ছেন সরবত-বাতাসা-তরমুজে

Last Updated:

Nadia News: তীব্র দাবদাহে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে বিতরণ করা হচ্ছে জল বাতাসা তরমুজ।

+
জল,

জল, বাতাসা, তরমুজ বিতরণ পুলিশের

নদিয়া: চলছে তীব্র তাপপ্রবাহ নাজেহাল গোটা নদিয়া বাসী, পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে চারটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে নদিয়া জেলাও।
গোটা নদিয়া জেলায় তাপপ্রবাহ চলছে ৪০ ডিগ্রীর আশপাশে, আর তাতেই নাজেহাল গোটা নদিয়াবাসী। তীব্র রোদেরহ কারণে একদিকে যেমন রাস্তাঘাট শুনশান অন্যদিকে যানবাহনের চলাচল অনেকটাই কম। তবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে রাস্তায় না বেরোয় তার জন্য বিশেষ সতর্কতা জারি করছে রানাঘাট পুলিশ জেলা। গত কয়েকদিন ধরে একই ভাবে তাপপ্রবাহ থাকার কারণে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
advertisement
advertisement
পথ চলতি সাধারণ মানুষকে একদিকে যেমন সর্তক করা হচ্ছে অন্যদিকে তৃষ্ণা মেটাতে জলছত্রর আয়োজন করেছে ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল, সঙ্গে দেওয়া হচ্ছে তরমুজ, গুড়ের বাতাসা এছাড়াও এই তাপপ্রবাহর মধ্যে কিভাবে চলাচল করা উচিত সেই নিয়ে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। একই চিত্র ধরা পরল নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস মোড়ে। রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারীক অলক ভট্টাচার্যের নেতৃত্বে চলছে জলছত্র কর্মসূচি।
advertisement
একাধিক ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি সকাল থেকেই চলে। তবে সাধারণ মানুষ জানাচ্ছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজন পড়লেই তবেই তারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এখন বৃষ্টি হলেই স্বস্তি মিলবে না হলে এইভাবে চলতে থাকলে আরও অস্বস্তিতে থাকতে হবে বেশ। তবে আবহাওয়া দফতরের যে নির্দেশ ও যে সতর্কতা জারি করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে চিন্তিত প্রশাসন। এখনো বেশ কয়েকদিন একই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: তীব্র গরমে পথ চলতি মানুষের পাশে ট্রাফিক পুলিশ, তৃষ্ণা মেটাচ্ছেন সরবত-বাতাসা-তরমুজে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement