Sundarban: অবশেষে ফিরল স্বস্তি! সুন্দরবনে আবার হলটা কী? জানলে খুশিতে লাফাবেন আপনি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarban: লোকালয়ে চলে আসা বাঘ নিজের ডেরায় ফেরায় সুন্দরবনে স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের।
দক্ষিণ ২৪ পরগনা: লোকালয়ে চলে আসা বাঘ নিজের ডেরায় ফেরায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের। যদিও বাঘের আনাগোনা থামার কোন লক্ষণই নেই কুলতলিতে। আবারও সুন্দরবনের জঙ্গল থেকেবাঘ দীর্ঘনদী পাড়ি দিয়ে ঢুকে পড়েছিল সরাসরি গ্রামের ধানক্ষেতে। এই ঘটনায় রীতিমতো ঘুম ছোটার উপক্রম হয় কুলতলির দেউলবাড়ি- দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের মাতলা নদীতে ভাটার সময় মাছ ধরছিল আজিজ লস্করদের মতন অনেক ধীবর।তখন তাদের নজরে পড়ে যে জঙ্গল থেকে একটি বাঘ মাতলা নদী সাঁতরে উঠে পড়ে দেউলবাড়ি গ্রামের মণ্ডলপাড়ায়। সেখান থেকে পাশের সর্দার পাড়াতেও চক্কর লাগায়।নদী সাঁতরে বাঘটি আসার সময় সেই বাঘটি দেখতে পেয়ে বাঘ বাঘ বলে হইচই জুড়ে দেয় ধীবররা।
মুহূর্তের মধ্যেই গ্রামে বাঘ চলে আসার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে নৌকায় করে জাল এবং লোহার খাঁচা দিয়ে পৌঁছে যায় বনদতরের কুলতলি বিট ও নলগড়া বিটের বনকর্মীরা। আসে কুলতলি থানার পুলিশ।সারারাত ধরেই রাত প্রহরা দেয় বনকর্মীরা ও গ্রামবাসীরা।রবিবার সকাল হতেই বাঘের পায়ের ছাপ অনুসরণ করে ধানক্ষেতের কিছুটা এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। আনা হয় বনদফতরের ঘুম পাড়ানি বন্দুক চালানোর দক্ষ বনকর্মীকে।
advertisement
advertisement
রবিবার সেখানে পৌঁছান বনদফতরের দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বনাধিকারীক নিশা গোস্বামী।দফায় দফায় বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখে অবস্থান জানার চেষ্টা করা হয়।কিন্তু সকাল থেকে সেই বাঘের কোনও হদিশই পাওয়া যায়নি।শেষমেষ বিকালের দিকে নদীতে ভাটার সময় জলস্তর নামলে শুরু হয় মাতলা নদীর চর বরাবর বাঘের পায়ের ছাপ খোঁজার কাজ। ঠিক তখনই বনকর্মীদের নজরে আসে যেটি আবার লোকালয় ছেড়ে নেমে গিয়েছে নদীতে এবং দীর্ঘ ওই নদী সাঁতরে ফেরত গিয়েছে নিজের পুরনো ডেরা অর্থাৎ হেড়োভাঙ্গা জঙ্গলে।
advertisement
স্বাভাবিকভাবেই জঙ্গলের বাঘ আবার পুনরায় জঙ্গলে ফেরত যাওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের।একই অবস্থা বন দফতরেরও। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বনদফতরের বিভাগীয় বনাধিকারীক নিশা গোস্বামী বলেন, ‘হেড়োভাঙ্গা জঙ্গল থেকে একটি বাঘ চলে এসেছিল দেউলবাড়ি গ্রামে।এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বাঘটি আবার নদী সাঁতরে হেড়োভাঙ্গা জঙ্গলেই ফেরত দিয়েছে। বাঘ এলাকায় ঢুকে পড়ায় বনদফতরের পক্ষ থেকে বনকর্মীরা সেখানে রাত প্রহরার ব্যবস্থা করেছিল। নাইলনের জাল দিয়ে ধান ক্ষেত ঘিরে ফেলা হয়। এমনকি চাও নিয়ে যাওয়া হয়েছিল।কিন্তু পরে অনুসন্ধান করে দেখা গিয়েছে বাঘটি আবার লোকালয় ছেড়ে জঙ্গলেই ফেরত চলে গিয়েছে।’
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: অবশেষে ফিরল স্বস্তি! সুন্দরবনে আবার হলটা কী? জানলে খুশিতে লাফাবেন আপনি