corona virus btn
corona virus btn
Loading

অলকা ইয়াগনিকের গানের টিকটক ভিডিও শ্যুট করে ফেসবুক তোলপাড় করেছেন যুবতী

অলকা ইয়াগনিকের গানের টিকটক ভিডিও শ্যুট করে ফেসবুক তোলপাড় করেছেন যুবতী

২০০০ সালের পরের অন্যতম সুপারহিট গান

  • Share this:

#হাওড়া: ফের সোশ্যাল মিডিয়ার শিরোনামে এক যুবতী ৷ তিনি এই প্রথমবারই নয় আগেও টিকটক ভিডিও শ্যুট করে হেডলাইনে এসেছিলেন ৷ এইবারও ব্যতিক্রম ৷ উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের সুপারহিট গানে টিকটক ভিডিও শ্যুট করে যাবতীয় জল্পনায় এসেছেন ৷ ছবির নাম ফিজা ৷ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন, করিশমা কাপুর ও নেহা ৷

মূলত একদম নব্বইয়ের দশকের এক্কেবারে শেষ প্রান্তে মু্ক্তি পেয়েছিল রাকেশ রোশন নির্দেশিত, হৃতিক রোশন ও আমিশা পটেল অভিনীত মিউজিক্যাল হিট ছবি কহো না প্যায়ার হ্যায় ৷ এই ছবির সম্বন্ধে নতুন করে আর কিছু বলারই নেই ৷ ফিজা কহো না প্যায়ার হ্যায় ছবির পরে মুক্তি পেয়েছিল ৷

বক্স অফিসে ফিজা বিশেষ সুবিধা না করতে পারলেও ৷ গানগুলি বেশ জমাটি ও সুরেলা ৷ বেশ ভালবেসেছেন দর্শকেরা ৷ সেই গানেই টিকটক ভিডিও শ্যুট করে ঝড় তুলেছেন যুবতী ৷ ভিডিও ভাইরাল হয়েছে চোখের পলক ফেলতে না ফেলতেই ৷

First published: November 15, 2019, 12:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर