MahaKumbh 2025: কুম্ভে গিয়ে হঠাৎ নিখোঁজ গৃহবধূ! ফিরেও এলেন ধূমকেতুর মতো, শোনালেন অভিজ্ঞতা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
MahaKumbh 2025: সুমিত্রার নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। জানানো হয় প্রশাসনকেও
রানাঘাট: অবশেষে মহাকুম্ভ স্নান থেকে ঘরে ফিরে এলেন নিখোঁজ হয়ে যাওয়া রানাঘাটের গৃহবধূ। নদিয়া রানাঘাট পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৫৪ সুমিত্রা পাল স্থানীয় বেশ কিছু সঙ্গীদের সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করতে যান। এর পরেই তার সঙ্গে থাকা সঙ্গীরা ওই গৃহবধূর বাড়িতে ফোন করে জানায় মৌনী অমাবস্যার দিন সকালে স্নান করতে যাওয়ার পর থেকে ওই গৃহবধূকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সুমিত্রার নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। জানানো হয় প্রশাসনকেও। তবে সেই অর্থে সদর্থক কোনও সুরাহা হয়নি। এরপর সুমিত্রার সঙ্গে যাওয়া সঙ্গী-সাথীরাও প্রয়াগরাজ থেকে ফিরে আসেন। তবে তাদের সঙ্গে সুমিত্রা দেবী না ফেরাতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে পরিবার। তবে এর পরেই হঠাৎই শুক্রবার দিন বাড়ি ফিরে আসে সুমিত্রা দেবী, তারপরেই পরিবারে আসে খুশির জোয়ার।
advertisement
advertisement
তবে কেমন ছিল সুমিত্রা দেবীর কুম্ভ স্নান যাত্রা, কেনই বা তিনি হারিয়ে গিয়েছিলেন এবং কীভাবে তিনি ফিরে এলেন তা জানালেন তিনি আমাদেরকে। তিনি বলেন, “বাড়িতে ফিরে এসে খুবই ভালো লাগছে তার। ওখানে বিশাল ভিড়, কী করব, না করব কিছুই বুঝতে পারছিলাম না। একবার মনে হয়েছিল হয়তো বাড়ি চলে গেলেই ভাল হত যেহেতু আমার সঙ্গীদের হারিয়ে ফেলেছি। গঙ্গাস্নান করতে এসে গঙ্গাস্নান করতে পারলাম না। আবার খারাপও লাগছে এত দূর থেকে এসে গঙ্গাস্নান হল না।”
advertisement
এরপর তিনি দেখেন খানিকটা দূরে বেশ কিছু লোক বাংলায় কথা বলছেন, তাদের কাছে গিয়ে সাহায্য চাইতেই তারা কুম্ভ মেলা থেকে ওই গৃহবধূকে নিয়ে ফিরিয়ে দেন তার বাড়িতে। নিজের বাড়ির সদস্যকে ফিরে পেয়ে সাহায্যকারী ওই তীর্থযাত্রীদেরও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুমিত্রার পরিবারের লোকজনেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
MahaKumbh 2025: কুম্ভে গিয়ে হঠাৎ নিখোঁজ গৃহবধূ! ফিরেও এলেন ধূমকেতুর মতো, শোনালেন অভিজ্ঞতা