শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুভেন্দু, 'গুণী' শিক্ষকদের সংবর্ধনা জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশে দিলেন 'বড়' বার্তা
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Teachers Day 2025: শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুণী শিক্ষকদের সংবর্ধনা জানান শুভেন্দু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়ে তাঁদের হাতে তুলে দিলেন উপহার।
কাঁথি, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: কাঁথিতে আজ শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুণী শিক্ষকদের সংবর্ধনা জানান তিনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিরোধী দলনেতা। এদিন স্কুলে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরলেন শুভেন্দু। সেই দুরাবস্থা কাটাতে শিক্ষক এবং ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।
কেন পালিত হয় শিক্ষক দিবস?
শুক্রবার, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। সাড়া দেশ জুড়ে পালিত হয় এই বিশেষ দিনটি। শিক্ষকদের প্রতি স্বীকৃতি জানাতে এবং তাঁদের গুরুত্ব তুলে ধরতে সমাজে শিক্ষক দিবস পালন করা হয়। ভারতে এই দিনটি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকী (৫ সেপ্টেম্বর) উপলক্ষে পালিত হয়। শিক্ষা ও শিক্ষকের যে গুরুত্ব তিনিই সকলের সামনে তুলে ধরেছিলেন। সেই পাঠই আগামি প্রজন্মে চালিত করছেন আজকের শিক্ষাগুরুরা। সেই ১৯৬২ সাল থেকে ভারতজুড়ে শিক্ষক দিবস উদযাপিত হয়ে আসছে। শিক্ষকদের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষক দিবসের অনুষ্ঠানে শুভেন্দু, 'গুণী' শিক্ষকদের সংবর্ধনা জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশে দিলেন 'বড়' বার্তা