Suvendu Adhikari: মমতার সভা যেখানে, পাল্টা সভা শুভেন্দুরও, আজ দেগঙ্গায় সভা বিরোধী দলনেতার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
দেগঙ্গার কার্তিকপুর ফুটবল ময়দানে আজকের সভা শুরু হবে দুপুর ২টো থেকে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ জয়নগরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঠিক তখনই মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু গড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক হিসেবে পরিচিত দেগঙ্গায় সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করতে শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আজকের সভাস্থল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সরকারের বিভিন্ন বেনিয়ম থেকে শাসকদলের দুর্নীতির অভিযোগ নিয়ে বারবারই সরব হন শুভেন্দু। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।
advertisement
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হতেই তাঁকে নিশানা করে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। আর এবার তার গড়েই আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দেগঙ্গা থেকে আজ কি বার্তা দেন বিরোধী দলনেতা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যে এলাকায় আজ শুভেন্দুর সভা সেই এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হিসেবেই পরিচিত। ফলে আজকের সভা থেকে বিরোধী দলনেতা সংখ্যালঘুদেরও কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
January 09, 2024 10:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: মমতার সভা যেখানে, পাল্টা সভা শুভেন্দুরও, আজ দেগঙ্গায় সভা বিরোধী দলনেতার