কোন পোকার কামড়ে মৃত্যু বৈদ্যবাটির বাসিন্দা? উত্তর জানতে এলেন পতঙ্গবিদ
Last Updated:
#হুগলি: অজানা পোকার কামড়ে মৃত্যু গৃহবধূ বৈদ্যবাটির সুদীপা নন্দী(32)। কী পোকার কামড়ে মৃত্যু হয়েছে, তা দেখতে সোমবার দুপুরে জেলা স্বাস্হ্য দফতরে আসেন পতঙ্গবিদ শ্রাবণী মল্লিক। সঙ্গে ছিলেন বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান অরিন্দম গুঁইন। এদিন বাড়ির বাথরুম ও এলাকা ঘুরে দেখলেও সন্দেহজনক কোনো পতঙ্গের দেখা পাওয়া যায় নি।
হুগলির বৈদ্যবাটির বৈদ্যপাড়া নিশীথ সেন সরণীর বাসিন্দা সি আর পি এফ জওয়ান সুজয় নন্দীর স্ত্রী সুদীপা।গত ১৩ নভেম্বর কাশ্মীরের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সুজয়। সকাল দশটা নাগাদ বাড়ি ফিরে মা বাবা স্ত্রীর সঙ্গে কথা বলে খাওয়া দাওয়া করে তিন বছরের ছেলে স্বস্তিককে নিয়ে শুয়ে পড়েন। এরপর বিকালে বাথরুমে স্নান করতে যান সুদীপা।তিনতলার বাথরুমে তার বাম হাতের কবজিতে বিষাক্ত কিছু কামরায়। সঙ্গে সঙ্গে হাত ফুলে সবুজ হয়ে যায়। স্থানীয় ডাক্তার না পেয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ।রক্ত বমি হওয়ায় সেখান থেকে শিশু মঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশু মঙ্গল থেকে পিজিতে ভর্তি করা হয়েছিল। পিজিতে একাধিকবার রক্ত বদল করা হয়। অবশেষে বুধবার দুপুরে মৃত্যু হয় তার।ঠিক কিসের কামড়ে বিষক্রিয়া তা স্পষ্ট বুঝতে পারেননি চিকিৎসকরা। সুদীপার পরিবারও সঠিক বুঝে উঠতে পারেন নি কিসের কামড়ে এমন মর্মান্তিক পরিণতি। হঠাৎ করে সুদীপার মৃত্যুর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2019 8:28 PM IST