Teacher-Transfer || শিক্ষকদের বদলির প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

Last Updated:

Teacher-Transfer || যদিও শিক্ষকেরা জানান দীর্ঘদিন নিজের এলাকা থেকে দূরে চাকরি করার কারণে বদলি নিচ্ছেন তাঁরা। তবে ছাত্রছাত্রীদের আবেগের কারণে তারা যেতে দিচ্ছে না।  কিছুদিনের মধ্যেই শিক্ষক নিয়োগ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনওরকম ক্ষতি হবে না। 

উৎসশ্রী প্রকল্পে শিক্ষকদের বদলির প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের৷ উৎসশ্রী প্রকল্পের সুবিধায় অন্যত্র বদলি নিয়ে চলে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক নেই স্কুলে। তারই প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাটি হরিহরপাড়ার মালোপাড়া উচ্চ বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দাবি, নতুন শিক্ষিক নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুল থেকে শিক্ষকদের বদলি নেওয়া যাবে না।
আরও পড়ুন: রাতে এল ফোন, সকালেই দিল্লি পৌঁছানোর নির্দেশ! সুকান্তকে নিয়ে বিজেপিতে শোরগোল
রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের আওতায় নিজেদের সুবিধামতো নিজের এলাকায় বদলি হয়ে যাওয়ার সুবিধা পাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে অন্যত্র বদলি নিয়ে চলে যাওয়ায় শিক্ষক-শিক্ষিকার অভাবে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের অভিযোগ, আগে স্কুলে ১৪ জন শিক্ষক ছিলেন। একে একে বদলি নিয়ে চলে যাওয়ায় বর্তমানে স্কুলে ৫জন শিক্ষক রয়েছে। তাদের মধ্যে গণিত ও শরীরশিক্ষার দুজন শিক্ষক অন্যত্র বদলি নিয়ে চলে যাচ্ছেন। আরও দুজন বদলির আবেদন জানিয়েছেন। অথচ নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না। যার কারণে পড়াশোনায় অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিছুদিন পরেই শুরু হবে পঠনপাঠন। তাই শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানায় ছাত্রছাত্রীরা। দাবি নুতন শিক্ষিক নিয়োগ না হওয়া পর্যন্ত স্কুল থেকে শিক্ষকদের বদলি নেওয়া যাবে না।
advertisement
যদিও শিক্ষকেরা জানান দীর্ঘদিন নিজের এলাকা থেকে দূরে চাকরি করার কারণে বদলি নিচ্ছেন তাঁরা। তবে ছাত্রছাত্রীদের আবেগের কারণে তারা যেতে দিচ্ছে না।  কিছুদিনের মধ্যেই শিক্ষক নিয়োগ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনওরকম ক্ষতি হবে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher-Transfer || শিক্ষকদের বদলির প্রতিবাদে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement