District News: স্কুলে জলে ডুবে মৃত্যু হল মেধাবী ছাত্রের, পরিবারের দাবি খুন, তীব্র উত্তেজনা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
District News:ঘটনায় কার্যত রহস্যের গন্ধ পাচ্ছেন পরিবারের লোকেরা৷ স্কুল অবশ্য জানাচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে পড়ুয়ার৷
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর এলাকার একটি ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চন্দ্রকোনার একটি স্কুলে নবম শ্রেণির পড়ুয়ার জলে ডুবে মৃত্যুর ঘটনায় কার্যত রহস্যের গন্ধ পাচ্ছেন পরিবারের লোকেরা৷ স্কুল অবশ্য জানাচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে পড়ুয়ার৷
স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা জানেন না কী ভাবে এই ঘটনা ঘটল, স্কুল কর্তৃপক্ষের কথায় স্কুলের গাফিলতি রয়েছে, তা দাবি করেছেন পরিবারের সদস্যরা। চন্দ্রকোনা রানীগঞ্জের বাসিন্দা শান্তিনাথ দত্তের ছেলে শুভজিৎ দত্ত ক্লাস নাইনের ছাত্র। আর শুভজিৎ পড়াশোনা করত রামজীবনপুর পৌরসভার বাইপাস লাগোয়া একটি বেসরকারি স্কুলে ।
advertisement
স্কুল ক্যাম্পাসে জলে ডুবে শুভজিতের মৃত্যু হয়েছে আজ দুপুর একটা নাগাদ শুভজিতের পরিবারে এমনই খবর আসে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আর এখানেই বাঁধে যত গন্ডগোল। শুভজিতের পরিবারের দাবি শুভজিৎ সাঁতার জানত, সে গ্রামের ছেলে, স্কুল ক্যাম্পাসে পুকুরে জলে ডুবে তার কী ভাবে মৃত্যু হল তাহলে? তাঁদের দাবি, শুভজিতের মৃত্যু হয়েছে সকালে, কিন্তু স্কুলের তরফ থেকে তাদের পরিবারে খবর দেয়া হয়েছে দুপুর একটা নাগাদ। স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলছেন শুভজিতের পরিবারের সদস্যরা।
advertisement
যদিও স্কুল কর্তৃপক্ষের প্রধান গৌতম দাসের দাবি, বিষয়টি কী ভাবে ঘটল তিনি জানেন না। স্কুল কর্তৃপক্ষের নজরদারীর অভাবেই ঘটনাটি ঘটেছে দাবি তুলছেন সকলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটালে, ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
Sukanta Chakrabarty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 5:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
District News: স্কুলে জলে ডুবে মৃত্যু হল মেধাবী ছাত্রের, পরিবারের দাবি খুন, তীব্র উত্তেজনা