corona virus btn
corona virus btn
Loading

প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো

প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো
Kalna Three Puppet Puja

প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো

  • Share this:

#কালনা: নেই কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। মণ্ডপ জুড়ে শুধুই মা দুর্গা, অসুর আর সিংহ। এই নিয়েই কালনার পুতুল বাড়ির দুর্গা পুজো। তিনশো কুড়ি বছরেরও বেশি পুরনো কালনার তিন পুতুলের পুজো।

কালনার তিন পুতুল বাড়ির পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। পরিবারের আদিপুরুষ কাশীনাথ মিশ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। এখানে শুধুমাত্র মা দুর্গা, অসুর ও সিংহ রয়েছে। তাই এই পুজোকে তিন পুতুলের পুজো বলা হয়। বর্ধমানের কালনার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো।

স্বপ্নাদেশ পেলেও পুজোর বিপুল খরচ নিয়ে সমস্যায় পড়েন কাশীনাথ মিশ্র। কথিত রয়েছে তখনই মা দুর্গা তাঁকে থোড়ের নৈবেদ্য ও আমিষ হিসেবে পুঁইশাক নিবেদনের পরামর্শ দেন।

এরপরই কাশীনাথ গঙ্গায় দেখা ছায়ামূর্তির আদলে প্রতিমা গড়ে প্রতিষ্ঠা করেন। মুঘল আমল থেকেই সেই রীতি মেনে পুজো হয়ে আসছে। আজ আর্থিক অনটন না থাকলেও রীতি মেনেই নৈবেদ্য দেওয়া হয়। মশাল জ্বেলে প্রতিমা ভাসান হয় গঙ্গায়। ইতিহাসের গন্ধ মাখা পুতুল বাড়ির পুজোয় আজও ভিড় জমান কালনার মানুষ।

First published: September 19, 2017, 6:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर