প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো

Last Updated:

প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো

#কালনা: নেই কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। মণ্ডপ জুড়ে শুধুই মা দুর্গা, অসুর আর সিংহ। এই নিয়েই কালনার পুতুল বাড়ির দুর্গা পুজো। তিনশো কুড়ি বছরেরও বেশি পুরনো কালনার তিন পুতুলের পুজো।
কালনার তিন পুতুল বাড়ির পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। পরিবারের আদিপুরুষ কাশীনাথ মিশ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। এখানে শুধুমাত্র মা দুর্গা, অসুর ও সিংহ রয়েছে। তাই এই পুজোকে তিন পুতুলের পুজো বলা হয়। বর্ধমানের কালনার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো।
স্বপ্নাদেশ পেলেও পুজোর বিপুল খরচ নিয়ে সমস্যায় পড়েন কাশীনাথ মিশ্র। কথিত রয়েছে তখনই মা দুর্গা তাঁকে থোড়ের নৈবেদ্য ও আমিষ হিসেবে পুঁইশাক নিবেদনের পরামর্শ দেন।
advertisement
advertisement
এরপরই কাশীনাথ গঙ্গায় দেখা ছায়ামূর্তির আদলে প্রতিমা গড়ে প্রতিষ্ঠা করেন। মুঘল আমল থেকেই সেই রীতি মেনে পুজো হয়ে আসছে। আজ আর্থিক অনটন না থাকলেও রীতি মেনেই নৈবেদ্য দেওয়া হয়। মশাল জ্বেলে প্রতিমা ভাসান হয় গঙ্গায়। ইতিহাসের গন্ধ মাখা পুতুল বাড়ির পুজোয় আজও ভিড় জমান কালনার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রায় ৩২০ বছর ধরে চলে আসছে কালনার তিন পুতুলের পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement