Special Trains: আর চিন্তা নেই! ঠাকুরনগরে বারুণী মেলা উপলক্ষ্যে চলবে একাধিক বিশেষ ট্রেন! রইল তালিকা

Last Updated:

Special Trains: আজ থেকে ঠাকুরনগরে শুরু বারুণী মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ঠাকুরবাড়ির এই ঐতিহ্যবাহী মেলায় যোগ দিতে ভক্তরা আসেন। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল করবে৷

* বারুণী মেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। 
* বারুণী মেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। 
ঠাকুরনগর: আজ থেকে ঠাকুরনগরে শুরু বারুণী মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ঠাকুরবাড়ির এই ঐতিহ্যবাহী মেলায় যোগ দিতে ভক্তরা আসেন। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল করবে৷ পাশাপাশি বনগাঁ শাখার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব‍্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
মহারাষ্ট্রের মালকানগিরি, আসরিধাম, দিল্লি, বিহার, ত্রিপুরা, অসম থেকে হাজার হাজার ভক্ত আসেন ঠাকুরনগরে। তাঁদের যাতায়াতের জন‌্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।রেল সূত্রে খবর, আজ থেকে বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর পর্যন্ত আটটি লোকাল ট্রেন ছাড়াও কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুর দুয়ার থেকে চারটি বিশেষ মেল, এক্সপ্রেস ট্রেন চালানো হবে। চারটি আপ ও চারটি ডাউন লোকাল চলবে ঠাকুরনগর থেকে গেদে, লালগোল, ক‌্যানিং ও নামখানার মধ্যে। সূচি অনুযায়ী, ২৭ মার্চ, বৃহস্পতিবার গেদে থেকে সকাল ৬.৪৫, লালগোলা থেকে ভোর ৪.৫০, ক‌্যানিং থেকে সকাল ৬.৩৫ ও নামখানা থেকে সকাল ৫ টায় বিশেষ লোকাল ট্রেনগুলি ছাড়বে ঠাকুরনগরের উদ্দেশে। ২৭ মার্চ ট্রেনগুলি ঠাকুরনগর থেকে ছাড়বে যথাক্রমে বিকেল ৪.৩৫, পৌনে চারটে, বিকেল ৫টা ও বিকেল ৪.০৫ মিনিটে। এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ২৭ মার্চ, কাঠগোদাম থেকে সকাল ১০টা, সকাল ৮টার সময় জগদলপুর থেকে ঠাকুরনগরের উদ্দেশ‌ে ছাড়বে দু’টি বিশেষ ট্রেন।
advertisement
advertisement
২৭ মার্চ কেসিঙ্গা থেকে ৪.১০ মিনিটে ছাড়বে আরও দু’টি বিশেষ ট্রেন। থেকে ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলা। প্রতিবারের মতো এবারও পুণ্যস্নানের জন্য বিপুল ভক্তসমাগমের আশা করছে মেলা কমিটি। তাই মেলায় যেতে ভক্তদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেল। বাংলা ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ভক্তরা এই মেলায় যোগ দিতে আসেন। তাঁদের কথা ভেবেই বিশেষ ট্রেনগুলি চালু করা হল বলে রেল সূত্রে খবর। মেলা চলবে সাতদিন ধরে। মেলার দিনগুলিতে সবমিলিয়ে ৮ টি লোকাল ট্রেন এবং চারটি বিশেষ মেল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Special Trains: আর চিন্তা নেই! ঠাকুরনগরে বারুণী মেলা উপলক্ষ্যে চলবে একাধিক বিশেষ ট্রেন! রইল তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement