পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে আক্রান্ত বামকর্মী
Last Updated:
বুথ জ্যামের অভিযোগ জানাতে গিয়ে পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে আক্রান্ত হলেন বামফ্রন্ট কর্মী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের ১৪৭ ও ১৪৯ নং বুথে ৷
#পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: বুথ জ্যামের অভিযোগ জানাতে গিয়ে পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে আক্রান্ত হলেন বামফ্রন্ট কর্মী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের ১৪৭ ও ১৪৯ নং বুথে ৷
বৃহস্পতিবার সকালে ১৪৭, ১৪৯ নং বুথের সামনে বুথ জ্যামের অভিযোগে আটক করা হয় তিন জনকে ৷ অভিযোগ জানাতে গেলে সিপিএম নেতা প্রবোধ সাহুর উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷ হামলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা হাফিজুল খানের বিরুদ্ধে ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ৷ হামলাকারীদের খোঁজে গ্রামে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী ৷ বাহিনীর এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসীরা ৷ বাহিনীর অতিসক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2016 5:12 PM IST