বালির বিএড কলেজে ফের হামলা 

Last Updated:

ফের হামলা বালির বিএড কলেজে। বুধবারের অশান্তির পর বৃহস্পতিবারও কলেজে ইটবৃষ্টি করল একদল যুবক। এক হামলাকারীকে পাকড়াও করে পুলিশে দিলেন স্থানীয়রা। পরে গ্রেফতার হয় আরও একজন।বাকিদের খোঁজে চলছে তল্লাশি। বুধবারের হামলায় ধৃত ১৬ জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত।

#বালি: ফের হামলা বালির বিএড কলেজে। বুধবারের অশান্তির পর বৃহস্পতিবারও কলেজে ইটবৃষ্টি করল একদল যুবক। এক হামলাকারীকে পাকড়াও করে পুলিশে দিলেন স্থানীয়রা। পরে গ্রেফতার হয় আরও একজন।বাকিদের খোঁজে চলছে তল্লাশি। বুধবারের হামলায় ধৃত ১৬ জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত।
বুধবারের গন্ডগোলের পর তৎপর হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা নিশ্চিন্দার সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজ। যার জেরে ফের প্রকাশ্যে চলে এল কলেজ ও স্থানীয়দের জমি বিবাদের চিত্রটি।
বৃহস্পতিবার দুপুরে কলেজের পিছন দিক থেকে এসে ইটবৃষ্টি শুরু করে চার-পাঁচজন যুবক। তারা স্থানীয় বলেই অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। এলাকাবাসীকে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারীরা। পালাতে গিয়ে একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। তুলে দেওয়া হয় নিশ্চিন্দা থানার পুলিশের হাতে। পরে আরও এক হামলাকারীদের গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে এখন  চলছে তল্লাশি ৷
advertisement
advertisement
কলেজের মালিক বিষ্ণুপদ দাসের অভিযোগ, তাঁর কাছ থেকে মোটা টাকা চেয়ে হুমকি দিচ্ছিল স্থানীয় ক্লাব যুবক সঙ্ঘের সদস্যরা। সেই টাকা না দেওয়ায় ফলেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিচ্ছেন এলাকাবাসীই।
বুধবারের হামলার পরই মুখ্যমন্ত্রী নির্দেশে কলেজে যান সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ভাঙচুরের ঘটনায় কলেজের মালিককে তলব করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজের জমি-সহ অন্য সব নথি নিয়ে আসতে বলা হয় বিষ্ণুপদ দাসকে। গন্ডগোলের জেরে কলেজের পঠনপাঠন যাতে বন্ধ না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়। কিন্তু, বলা বাহুল্য এদিনের হামলার পর ফের অনিশ্চয়তার মুখে সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজের পঠনপাঠন ব্যবস্থা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালির বিএড কলেজে ফের হামলা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement