পরিত্যক্ত বাড়িতে পুলিশি হানা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল...! বারুইপুরে গ্রেফতার ৪ দাগি দুষ্কৃতী
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
গতকাল রাতে গোপন সূত্রে থানায় খবর আসে, একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছেন
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতী গ্রেফতার। তাঁদের কাছ থেকে একটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, শাটার ভাঙার উপযুক্ত ১৭ ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র, একটি ভোজালি ও একটি বড় ছোরা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, চার ধৃত ডাকাতির উদ্দেশে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রাতে গোপন সূত্রে বারুইপুর থানায় খবর আসে, থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছেন।
আরও পড়ুনঃ জাতীয় মহিলা কমিশনের কোপে রাজ্যের ৩ চা বাগান! নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, হঠাৎ কী হল?
সেকথা জানামাত্রই এস আই তুহিন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলে ও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, জলম লস্কর, জুলফিকার মন্ডল, সনত বৈরাগী ও সুলতান চৌধুরী ডাকাতির উদ্দেশে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করা হত বলে অনুমান। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরিত্যক্ত বাড়িতে পুলিশি হানা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল...! বারুইপুরে গ্রেফতার ৪ দাগি দুষ্কৃতী