৬২২ বছর পেরিয়ে আজও এই দিনে ২৮ ঘড়া গঙ্গাজল আর দুধে স্নান করেন মাহেশের জগন্নাথ

Last Updated:

দশক, শতক পার করে আজও সেই একইরকম ৷ স্বমহিমায় আজও ভাস্বর মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ আর সেই উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে মাহেশের রাস্তায় রাস্তায় ৷

#শ্রীরামপুর: দশক, শতক পার করে আজও সেই একইরকম ৷ স্বমহিমায় আজও ভাস্বর মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ আর সেই উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে মাহেশের রাস্তায় রাস্তায় ৷
৬২২ তম বর্ষে পদার্পন করল শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। মাহেশে আজও মেনে চলা হয় পুরনো রীতি ৷ স্নানপিঁড়িতে জগন্নাথের সঙ্গে স্নান করেন বলরাম আর শুভদ্রাও ৷ সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই জগন্নাথদেবের স্নান মঞ্চে নিয়ে আসা হয়েছে তিন বিগ্রহকে ৷
প্রথা মতো এখনও ২৮ ঘড়া গঙ্গাজল ও দু’মণ দুধ দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে ৷ ভোর থেকে তিন বিগ্রহকে মন্দিরের বাইরে বারান্দায় এনে রাখা হয়েছে ভক্তদের দর্শনের উদেশ্যে। স্নানযাত্রার পর তিন বিগ্রহকে কম্বলে মুড়ে মন্দিরের গর্ভগৃহে রাখা হবে। এরপর রথের আগের দিন জগন্নাথদেবকে পরানো হবে রাজবেশ । ভগবানের সেই রূপকে তখন নবযৌবন বলা হয়। এরপর ১৪ ই জুলাই রথযাত্রার দিন তিন বিগ্রহ রথে চেপে মাসীর বাড়ি উদ্দেশ্যে রওনা দেবে।
advertisement
advertisement
ছয় শতকের পুরনো মাহেশের এই রথ ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ ছয় শতকের পুরনো মাহেশের এই রথ ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
আজ স্নানযাত্রা দেখতে মাহেশের পথে পথে ভিড় জমিয়েছেন নানা জায়গা থেকে আসা প্রায় কয়েক হাজার ভক্ত ৷ স্নানপিঁড়ি মাঠে তিল ধারণের জায়গা নেই।
advertisement
এ বছর রথযাত্রার পর অবশ্য মাহেশের মাথায় নতুন একটি মুকুট ওঠার কথা ৷ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, মাহেশে শীঘ্রই পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬২২ বছর পেরিয়ে আজও এই দিনে ২৮ ঘড়া গঙ্গাজল আর দুধে স্নান করেন মাহেশের জগন্নাথ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement