Snake: রাতে টেবিলের তলা থেকে এ কী ভয়ঙ্কর শব্দ! বাড়ির লোকেরা যা দেখলেন, পিলে চমকে গেল সকলের

Last Updated:

Snake: বন দফতরকে খবর দিলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় গোখরো সাপটি।

+
প্রতীকী

প্রতীকী চিত্র

নদিয়া: প্রায় মধ্যরাতে নদিয়ার শান্তিপুরে এক গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলা থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করে পরিবারকে স্বস্তি দিল বন দফতরের কর্মীরা। প্রচন্ড গ্রীষ্মে বাড়ছে আবারও সাপের উপদ্রব। গৃহস্থ বাড়ির ঘরের টেবিলের তলায় বিষধর গোখরো সাপ নজরে পড়তেই চক্ষু চড়ক গাছ বাড়ির সদস্যদের।
বন দফতরকে খবর দিলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় গোখরো সাপটি। রবিবার মধ্যরাতে এমনই ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষ।
পরিবার সূত্রে জানা যায়, সকলেই ঘরের মধ্যে কাজ করছিলেন, হঠাৎ টেবিলের তলা থেকে ফোঁসফোঁস শব্দ ভেসে আসে। এরপর দেখে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ ফণা তুলে রয়েছে, দেখতেই গা শিউরে ওঠে সদস্যদের। প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি ফোন করা হয়বন দফতরে, কিছুটা সময় বাদেবন দফতরেরকর্মীরা ওই গৃহস্থ বাড়িতে এসে হাজির হয়, এরপর বিভিন্ন কৌশলে টেবিলের তলা থেকে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিষধর সাপ বলে কথা, যার কারণে আতঙ্ক গ্রাস করেছিল তাদের মধ্যে। বন দফতর সময়মতো না আসলে খুবই সমস্যায় পড়তে হত। বন দফতরের কর্মীরা জানাচ্ছেন, তারা দিনরাত ২৪ ঘন্টা মানুষের সেবায় কাজ করে থাকেন, তবে বিষধর সাপ হইতে সাবধান। সাপ খাবারের সন্ধানে জঙ্গল থেকে বাড়িতে কিংবা ঘরের মধ্যে ঢুকে পড়ে। রাতের অন্ধকারে চলাফেরা করার সময় অবশ্যই আলো ব্যবহার করা উচিত, সাপ নিজে থেকে কামরায় না যদি কেউ তাদের ক্ষতি না করার চেষ্টা করে। তবে গোখরো সাপটি উদ্ধার করার পরে এখন অনেকটাই আতঙ্ক মুক্ত পরিবার।
advertisement
—- Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: রাতে টেবিলের তলা থেকে এ কী ভয়ঙ্কর শব্দ! বাড়ির লোকেরা যা দেখলেন, পিলে চমকে গেল সকলের
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement