স্বপ্ন নয় সত্যি! এক সিদ্ধান্তে ৪৫ বছর পর 'ছেলেবেলা' ফিরল তিন বন্ধুর

Last Updated:

ছোটবেলার শখকে পুনরুত্থান করলেন তিন বন্ধু। ৪৫ বছর পর আবার পুতুল ঝুলন সাজিয়েছেন তাঁরা। উদ্দেশ্য একটাই, নতুন প্রজন্মকে ঝুলনের মর্ম বোঝানো।

+
তিন

তিন বন্ধুর সাজানো পুতুল ঝুলন।

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আজকের প্রজন্মকে ঝুলনের মাহাত্ম্য বোঝাতে ৪৫ বছরের পুরনো বন্ধুত্বের পুনরুত্থান ঘটল শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা তিন বন্ধু সত্যব্রত কুন্ডু, সঞ্জয় প্রামাণিক এবং মনা দাস। আজ থেকে ৪৫ বছর আগে তাদের আনুমানিক বয়স ছিল ১১, ১২ অথবা ১৩ বছর। সেই সময় ঝুলন পূর্ণিমার দিনে তাঁরা তাদের বাড়ির বারান্দাতেই ঝুলন পালন করতেন। দুই ধরনের ঝুলন সাধারনত দেখা যায়। একটি মানব ঝুলন অর্থাৎ দেবতাদের বিভিন্ন বেশে মানুষকে সাজানো এবং অন্যটি পুতুল ঝুলন। যেটি শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। আর সেই পুতুল ঝুলনই তাঁরা করতেন মহা আনন্দে।
ঝুলনের থিম ছিল বেশ মজাদার। সেই সময় ছোটদের হিন্দি সিনেমা দেখা অনেক পরিবারেই বারণ ছিল। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে, সিনেমা না দেখেও তারা সিনেমার দৃশ্যপট তৈরি করে ফেলতেন ঝুলনের মধ্যেই। অমিতাভ বচ্চনের বিখ্যাত সিনেমা ‘অনুসন্ধান’। সেই বিখ্যাত ‘ফেটে গেল কালিরামের ঢোল’ গানের দৃশ্যপটও তুলে ধরতেন তাঁরা ঝুলনের মধ্যেই। ভারত-চীন যুদ্ধ থেকে শুরু করে শান্তিপুরে বিখ্যাত তাঁত বোনা, ফুটবল খেলার মাঠ, কিংবা বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে পশু পাখি – ইত্যাদি একাধিক দৃশ্যপঠ তুলে ধরতেন তাঁরা। শান্তিপুরের প্রামানিক বাড়ির বারান্দাতে সেই সময় ঝুলনের আগে ছোট ছোট পুতুল নিয়ে বসতেন ব্যবসায়ীরা। সেখান থেকেই তাঁরা পুতুল কিনে নিয়ে এসে এই সমস্ত দৃশ্যপটগুলি তুলে ধরতেন ঝুলনের মাধ্যমে।
advertisement
advertisement
তবে পরবর্তীকালে উচ্চশিক্ষা, জীবিকা এবং সংসারে চাপের কারণে ছেলেবেলা এবং ছেলেবেলার শখ দুই ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু কথায় বলে, একটা বয়সের পরে পুনরায় মানুষ আবারও বাচ্চা হয়ে যায়। তাঁদের ক্ষেত্রেও ঘটল তাই। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এই পুতুল ঝুলনের মর্ম বোঝাতে, ছোটবেলার শখকে পুনরুত্থান করলেন তাঁরা। আর সেই কারণেই রথযাত্রা সময় থেকেই তাঁরা সিদ্ধান্ত নেন, পুনরায় সেই পুতুল ঝুলন চালু করবেন। পাঁচ দিন ধরে থাকবে এই ঝুলনের দৃশ্যপট। আর তা দেখতেই এখন ভিড় করছেন কচিকাঁচা থেকে যুবক-যুবতী, এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও, সেসময় পুতুল ঝুলনের কম্পিটিশন লেগে থাকত প্রত্যেক পাড়ায় পাড়ায়। কার দৃশ্যপট কত বেশি নিখুঁত এবং কত প্রাসঙ্গিক, তা দেখতে ভিড় লেগে যেত মানুষের। তবে আজ সর্বসাকুল্যে ঝুলনকে বাঁচিয়ে রাখছেন এই তিনজন মানুষই। ছোটরা তেমন আগ্রহ দেখায় না। কিন্তু আর তাঁদেরকে উৎসাহ জোগাতেই তিন বন্ধুর এই প্রয়াস। স্মৃতি উসকে আবারও এত বছর বাদে এই কুন্ডু বাড়ির বারান্দায় ঝুলন দেখতে পেয়ে এলাকার সেই সময়কার কিশোর কিশোরী, আজ যারা বৃদ্ধ বৃদ্ধা, তাঁরাও খুব পুলকিত।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বপ্ন নয় সত্যি! এক সিদ্ধান্তে ৪৫ বছর পর 'ছেলেবেলা' ফিরল তিন বন্ধুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement