‘ও আমাকে ভালবাসত, আমিও ওকে ভালবাসতাম’, স্পষ্ট জানালেন চেনম্যানের স্ত্রী

Last Updated:

ধরা পড়া পর্যন্ত টার্গেটের যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের দিয়েই কামারুজ্জামানকে সনাক্ত করাতে চায় পুলিশ।

#কালনা: স্বামীর এমন অপরাধপ্রবণ মানসিকতা সম্পর্কে বিন্দুবিসর্গও বুঝতে পারেননি স্ত্রী। এমনকী এখনও তিনি স্বামীকে ভালবাসেন বলেও জানান সংবাদ মাধ্যমের সামনে ৷ শুধু তাই নয়, স্ত্রী জানান স্বামী এমন কাজ করেছেন বলে বিশ্বাস করেন না তিনি ৷
কালনার চেনম্যান কামারুজ্জামান সরকার হামলা চালিয়েছিল রংপাড়া এলাকার এক মহিলার উপরেও। যদিও উপস্থিত বুদ্ধিতে বেঁচে যান মহিলা। ধৃত কামারুজ্জামানকে শনাক্ত করেছেন তিনি। নিউজ 18 বাংলায় হাড়হিম করা অভিজ্ঞতা জানাচ্ছেন মহিলা। যদিও কামারুজ্জামানের স্ত্রীর দাবি, স্বামীর এমন কীর্তির কথা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
নাবালিকা হোক বা প্রাপ্তবয়স্ক। বাড়িতে একা মহিলাই ছিল টার্গেট। কালনার চেনম্যান কামারুজ্জামান সরকার খুঁজত কখন, কোন মহিলাকে বাড়িতে একা পাওয়া যায়। টার্গেট পেলেই চেন আর রড দিয়ে চলত হামলা। ঠিক এরকম ভাবেই, এবছরেরই ৩০ মার্চ কালনার রংপাড়ায় এক মহিলার উপর হামলা চালায় কামারুজ্জামান।
advertisement
advertisement
সেদিন কামারুজ্জামান বাইক নিয়ে পালানোর সময় দেখে ফেলে মহিলার প্রতিবেশীও। ৩০ মে কালনার শিঙের কোনে কামারুজ্জামান খুনের চেষ্টা করে এক নাবালিকাকে। মা পরিচারিকার কাজ করায় সেই সময় বাড়িতে ছিলেন না। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা। ধরা পড়া পর্যন্ত টার্গেটের যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁদের দিয়েই কামারুজ্জামানকে সনাক্ত করাতে চায় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘ও আমাকে ভালবাসত, আমিও ওকে ভালবাসতাম’, স্পষ্ট জানালেন চেনম্যানের স্ত্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement