পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে পুকুরপাড়ে জারি ১৪৪ ধারা
Last Updated:
আইনের তোয়াক্কা না করেই পুকুর ভরাট চলছিল জোরকদমে। বাঁকুড়ায় মলডুবকায় জমির দাম আকাশছোঁয়া।
#বাঁকুড়া: আইনের তোয়াক্কা না করেই পুকুর ভরাট চলছিল জোরকদমে। বাঁকুড়ায় মলডুবকায় জমির দাম আকাশছোঁয়া। জমি মাফিয়াদের ফাঁদে পা দিয়ে পুকুর মালিকেরা সেই জমি বিক্রির চেষ্টায় ছিলেন। কিন্তু বাদ সাধলেন এলাকার মানুষ। পুকুরপাড়ে মানব বন্ধন করে আন্দোলনে নামলেন তাঁরা। অভিযোগ পেয়ে পুকুর সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ।
বাগদি পুকুর। ঠিকানা বাঁকুড়ার সাত নম্বর ওয়ার্ডের মলডুবকা। কমবেশি ৩০০ পরিবারের বাস। পানীয় জলের জন্য না হলেও স্নান, কাপড় কাচা-সহ বিভিন্ন কাজে বাগদি পুকুরই ভরসা তাঁদের। কিন্তু সেই পুকুরেই নজর পড়েছে জমি মাফিয়াদের। মালিকদের ভুল বুঝিয়ে আস্তে আস্তে পুকুর বোজাতে নেমেছিল মাফিয়ারা। পুকুর সংস্কারের নামে সমস্ত জল বের করে দিয়ে চলছিল পুকুর ভরাট। এমনকী পুকুর বিক্রি করতেও পিছপা হননি মালিকেরা। কিন্তু এলাকার একমাত্র পুকুরকে হাতছাড়া করতে রাজি নন বাসিন্দারা। পুকুর বাঁচাতে জোটবেঁধে আন্দোলনে নেমেছেন তাঁরা।
advertisement
এলাকার মানুষের প্রতিবাদের কথা কানে যেতেই আসতে থাকে বিভিন্ন হুমকি। ফোনে বা সামনাসামনি ভয় দেখানোর অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। পিছু না হঠে প্রশাসনকে জানান আন্দোলনকারীরা। পুকুর পাড়ে মানববন্ধন করে চলে প্রতিবাদ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বাঁকুড়া সদরের মহকুমা শাসক। জারি হয়েছে ১৪৪ ধারা।
advertisement
এলাকার মানুষদের অভিযোগ, কাউন্সিলর সবকিছু জেনেও নিষ্ক্রিয়। চাপে পড়ে কাউন্সিলরের অবশ্য দাবি, আন্দোলনের দরকার ছিল।
advertisement
চড়া রোদ আর কাঠফাটা গরমে জেরবার মানুষ। বাঁকুড়ার মতো খরাপ্রবণ এলাকায় জলের সংকট নিত্য সমস্যা। জলের যোগানে ভরসার পুকুর বা জলাশয় বোজানো রুখতে তাই কোমরবেঁধে নেমেছেন মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2017 9:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে পুকুরপাড়ে জারি ১৪৪ ধারা