Bankura News: যোগাসনে বাঁকুড়ার গর্ব সাত্ত্বিক, ফের ঘরে এল সোনা
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
২০১৯ সালে জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৭ বছরের গ্রুপে গোল্ড মেডেল এনেছিল সাত্ত্বিক। তারপর যোগা অলিম্পিয়াডে রূপোর পদক পান সাত্ত্বিক
বাঁকুড়া: রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বাঁকুড়ার কোতুলপুরের ছেলে সাত্ত্বিক ভট্টাচার্য। অনূর্ধ্ব ১৯ রাজ্য স্তরের আর্টিস্টিক যোগাসনে প্রথম স্থান অধিকার করেন সাত্ত্বিক। সাত্ত্বিকের যোগাসনের কুশলতা দেখলে মুগ্ধ হবেন আপনিও। শরীরের ফিটনেস একেবারে তুঙ্গে ধরে রাখতে দিনে তিনবেলা করে অনুশীলন করেন। প্রি প্রাইমারিতে পড়ার সময় থেকেই শুরু করেছিল যোগাসনের অনুশীলন। জেলার নাম গোটা রাজ্যের কাছে তুলে ধরতে পেরে যথেষ্ট গর্বিত সাত্ত্বিক।
আরও পড়ুন: অনাথ আশ্রমে গণ-ভাইফোঁটা
রাজ্যস্তরের এই পদক অবশ্য সাত্ত্বিকের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি নয়। এর আগে ২০১৯ সালে জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৭ বছরের গ্রুপে গোল্ড মেডেল এনেছিল সাত্ত্বিক। তারপর যোগা অলিম্পিয়াডে রূপোর পদক পান সাত্ত্বিক। বাঁকুড়ার এই ছেলে বার বার জেলার নাম উজ্জ্বল করেছেন। রাজ্য স্তরে পাওয়া এই পদক আবারও বাঁকুড়াবাসীকে মনে করিয়ে দিল সাত্বিক ভট্টাচার্যর নাম।
advertisement
advertisement
সাত্ত্বিকের সফলতার অভিযানে অন্যতম মূল কাণ্ডারী হলেন তাঁর প্রশিক্ষক টিনা খাতুন। প্রথম শ্রেণি থেকে সাত্ত্বিক টিনা খাতুনের কাছে যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছেন। খুব কাছে থেকে সাত্বিককে তৈরি হতে দেখেছেন টিনা। ছাত্রের এই সফলতায় বিশেষভাবে গর্বিত তিনি।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2023 7:05 PM IST









