Jhargram News: সরস্বতী পুজো এলেই বাংলার কথা মনে পড়ে পড়শি এই রাজ্যের, কারণ জানলে অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
বাংলার সরস্বতীতে নির্ভর পাশের এই রাজ্য! এবার যাচ্ছে ৫০-এর বেশি প্রতিমা
ঝাড়গ্রাম: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাগদেবীর আরাধনা। মৃৎ শিল্পালয়গুলিতে চলছে বাগদেবীর শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। সাবেকিয়ানার প্রতিমা তৈরির পাশাপাশি নানা থিমের আদলেও তৈরি হচ্ছে দেবী সরস্বতীর প্রতিমা। ঝাড়গ্রাম জেলার মৃৎ শিল্পালয়গুলিতেও ধরা পড়েছে ব্যস্ততার ছবি। কিন্তু অন্যান্য মৃৎ শিল্পালয়গুলির তুলনায় ঝাড়গ্রামের মৃৎ শিল্পালয়গুলির ব্যস্ততা অনেকটাই বেশি। তার কারণ এই মৃৎ শিল্পালয়গুলির সিংহভাগ প্রতিমা পাড়ি দেয় বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে।
কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে বিভিন্ন পাড়ার পুজোয় সরস্বতী প্রতিমা পূজিত হয় তা কিন্তু ঠিক নয়। কারণ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডেও পুজো হয় ঝাড়গ্রামের মৃৎ শিল্পালয়গুলির শিল্পীদের তৈরি প্রতিমা। ঝাড়গ্রাম শহরের বুকে নতুনডিহি এলাকায় রয়েছে জয় কালী মৃৎশিল্পালয়। এই বছর এই শিল্পালয়ে ছোট, বড় সব মিলিয়ে ৭৫ টি প্রতিমা তৈরি হয়েছে। সাবেকিয়ানার পাশাপাশি রয়েছে নানা থিম। কোথাও দেবী আস্ত গাছের তলায় বিদ্যা দান করছেন, কোথাও আবার বাদ্যযন্ত্রের উপরে বসে রয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রামের এই মৃৎ শিল্পালয়গুলির প্রতিমা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের চাকুলিয়া, ঘাটশিলা, ধলভূঙ্গগড় সহ বিভিন্ন জায়গার বরাত অনুসারে চলে যায়। বাংলার মৃৎশিল্পীদের হাতের গড়া প্রতিমা দীর্ঘ কয়েক দশক ধরেই যাচ্ছে ঝাড়খন্ডে। জয় কালী মৃৎশিল্পালয়ের মৃৎশিল্পী সঞ্জীব দাস ওরফে বুবাই বলেন, “এই বছর ৭৫ টি প্রতিমা তৈরি করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ প্রতিমাই চলে যাবে ঝাড়খন্ডে। আমাদের এখানকার প্রতিমা প্রতিবছরই ঝাড়গ্রামের বিভিন্ন স্কুল-কলেজের পাশাপাশি ঝাড়খণ্ডের স্কুল, কলেজেও চলে যায়। দুর্গা থেকে শুরু করে কালী, সব প্রতিমাই ঝাড়খন্ডে যায়।”
advertisement
এই বছর জয় কালী মৃৎশিল্পালয়ে সর্বোচ্চ ১১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। ১১ ফুটের পাশাপাশি ৯ থেকে ১০ ফুটের উচ্চতারও প্রায় ১৫ থেকে ২০টি প্রতিমা রয়েছে। কদিন বাদে সরস্বতী পুজো তাই দিবারাত্রি এক করে চক্ষুদান থেকে শুরু করে সাজগোজ চলছে বাগদেবীর। ঝাড়গ্রামের সরস্বতী যেমন ঝাড়খন্ডে পাড়ি দেয়, ঠিক তেমন আর্থিক দিকটাও সচ্ছল হয় ঝাড়গ্রাম জেলার মৃৎশিল্পীদের।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: সরস্বতী পুজো এলেই বাংলার কথা মনে পড়ে পড়শি এই রাজ্যের, কারণ জানলে অবাক হবেন