Howrah News: রেলের জায়গায় রাজ্য সরকারের স্কুল! কি ভয়ঙ্কর পরিস্থিতি, না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

Howrah News: মাথায় উপর জোড়া তালি দেওয়া ছাদ, ভাঙা দেওয়ালেই চলছে স্কুল! অ্যাজবেস্টার ও টিনের ছাউনির ভাঙা অংশ দিয়ে জল পড়ে শ্রেণিকক্ষে।

+
বৃষ্টিতে

বৃষ্টিতে ক্লাসরুমে জল আবার গরমে অত্যাধিক গরম সমস্যায় ছাত্রছাত্রীরা

হাওড়া: মাথায় উপর জোড়া তালি দেওয়া ছাদ, ভাঙা দেওয়ালেই চলছে স্কুল! অ্যাজবেস্টার ও টিনের ছাউনির ভাঙা অংশ দিয়ে জল পড়ে শ্রেণিকক্ষে। ক্লাসরুমে জানলা দরজা খসে পড়ার মত অবস্থা। সাঁতরাগাছি কলোনি হাইস্কুলের দৈন দশা। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়া এই স্কুল কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের যাঁতাকলে উন্নয়ন হয়নি স্কুলে। রেলের জমিতে স্কুল তৈরি হওয়ায় কপাল পুড়েছে ছাত্র-ছাত্রীদের। বর্ষায় শ্রেণিকক্ষে বৃষ্টি পড়ে লেখাপড়া বন্ধ হয়, আবার গরমকালে প্রচন্ড গরম।
স্কুলের ভাঙা দেওয়ালে শ্রেণিকক্ষে সাপ প্রবেশের ঘটনাও ঘটে। এদিকে শৌচালয়ে খসে পড়ছে কংক্রিটের ছাদ। দেওয়াল বড় ফাটল, ঠিকমত দরজাও নেই শৌচালয়ে। গোটা স্কুল জোড়াজীর্ণ হয়ে পড়েছে। এই বর্ষায় ভাঙা ছাদের অংশ দিয়ে জল পড়ে শ্রেণিকক্ষে, সমস্যায় সাঁতরাগাছি কলোনি হাই স্কুলের কয়েকটা ছাত্রছাত্রী।
advertisement
advertisement
শিক্ষা সমাজের উন্নতির মূল চাবিকাঠি। সেই দিক গুরুত্ব দিয়ে ৬০ এর দশকে হাওড়া সাঁতরাগাছিতে রেলের জমি দানে, কলোনি এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল। ছয় দশকে এলাকার অনেকেই লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৪০ জন। কিন্তু স্কুলের অবস্থা করুণ, স্কুলের শ্রেণিকক্ষ থেকে রান্নাঘর এবং শৌচালয়। সমস্ত স্থানেই স্কুল বাড়িতে ভেঙে পড়ার নমুনা। যেকোন মুহূর্তে কংক্রিটের দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা এড়াতে রেলওয়ে অফিস, স্কুল অফিস স্থানীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী দফতরে জানিয়েও কোন সুরাহা মেলেনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আরিফ জানান, রেলের জমিতে স্কুল কিন্তু রাজ্য সরকারের মাঝে পড়ে স্কুলের করুণ অবস্থা। গত ৬০ বছরে কোনরকম মেরামতির কাজ হয়নি। ফলে বর্তমানে দারুণ সমস্যায় এই স্কুল। স্কুলের বাৎসরিক গ্রাউন্ডও খুব কম মাত্র ১৭৫০০ টাকা। যে টাকায় ফুলবাড়ির উন্নয়ন অসম্ভব প্রায়।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: রেলের জায়গায় রাজ্য সরকারের স্কুল! কি ভয়ঙ্কর পরিস্থিতি, না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement