West Bengal By Election | Santipur By Election: BJP প্রার্থীর শক্তিপ্রমুখ ঘরে তালাবন্দি! গতরাতে মারাত্মক ঘটনার অভিযোগ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal By Election | Santipur By Election: এবার শান্তিপুর উপনির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি লড়াইয়ের ময়দানে নামিয়েছেন নিরঞ্জন বিশ্বাসকে।
#শান্তিপুর: পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে উপনির্বাচন (West Bengal By Election) শুরু হয়ে গিয়েছে। আজ ভোট হচ্ছে খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায়। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। বিধানসভা নির্বাচনে শান্তিপুরে অবশ্য জয়ী হয়েছিল বিজেপি। এবার উপনির্বাচনে (Santipur By Election) এখানে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি লড়াইয়ের ময়দানে নামিয়েছেন নিরঞ্জন বিশ্বাসকে। আর ভোটের দিন সকালেই শান্তিপুরে মারাত্মক অভিযোগ তুললেন BJP প্রার্থী নিরঞ্জন।
কী অভিযোগ? শান্তিপুরের গদাধর প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ নম্বর বুথে বিজেপি প্রার্থী শক্তিপ্রমুখ হওয়ার কথা ছিল তাপস দাস নামে স্থানীয় এক বিজেপি কর্মীর। কিন্তু এদিন সকাল থেকে দেখে মেলেনি ওই বিজেপি কর্মীর। ঘটনার কথা জানার পরই সেখানে যান বিজেপি প্রার্থী। সেখানে তিনি জানতে পারেন, ওই বিজেপি কর্মীর মা তাঁর ছেলেকে ঘরে তালাবন্দি করে রেখেছেন। কেন? তাপস দাস ও তাঁর মায়ের অভিযোগ, রাতের অন্ধকারে এসে শাসক দলের লোকজন জানিয়ে গিয়েছেন, বুথে গেলে খুন করা হবে। ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসও অভিযোগ করেন, ''রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডা বাহিনী মুখে কালো ফেট্টি বেঁধে বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বেড়াচ্ছে।'' এরপর অবশ্য দলীয় কর্মীকে তালাবন্ধ ঘর থেকে বের করে বুথে বসান।
advertisement
advertisement
অপরদিকে, তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর অভিযোগ, ''শান্তিপুরের কোথাও এমন ঘটনা ঘটার সুযোগ নেই। আমি যত বুথ ঘুরেছি, সব জায়গাতেই বিজেপি তাঁদের এজেন্ট বসিয়েছে। এখন যেখানে এজেন্ট দিতে পারছে না, সেখানকার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।''
advertisement
আরও পড়ুন: প্রশিক্ষণ ছাড়া আর ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু নয়, আয়কর আবাসনে তৈরি হল ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প
এদিকে, শান্তিপুর বিধানসভার গোবিন্দপুর মাহিষ্যপাড়ার ৪০ নম্বর বুথে বিকল হয় যায় ইভিএম। যার জেরে, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি ওই বুথের ভোটাররা। তবে ভোটকর্মীরা নতুন ইভিএম মেশিন এনে ভোট শুরু করার চেষ্টা চালাচ্ছেন। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হিসাবে সবথেকে বেশি ভোট পড়েছে অবশ্য শান্তিপুরেই (১৫.৪০ শতাংশ)। দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ, খড়দহে ১১.৪০ শতাংশ এবং গোসাবায় ১০.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2021 10:25 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal By Election | Santipur By Election: BJP প্রার্থীর শক্তিপ্রমুখ ঘরে তালাবন্দি! গতরাতে মারাত্মক ঘটনার অভিযোগ