North 24 Parganas News: কবে বদলাবে হাবরার যানজটের চেনা ছবি! জাতীয় সড়কের পাশেই চলছে এইসব
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: হাবরার মত গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার উপর দিয়ে যাওয়া যশোর রোডের দুপাশের ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানদারদের রমরমা এখনও বহাল। যানজটের কারণে নিত্যদিন দুর্ভোগের শিকার যাত্রীরা।
উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করার পরই নড়েচড়ে বসেছে বিভিন্ন পৌরসভাগুলি। ফুটপাত দখল করে ব্যবসা চালানোর ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষজন থেকে যানবাহন চালকদেরও। সেই জায়গায় দাঁড়িয়ে হাবরার মত গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার উপর দিয়ে যাওয়া যশোর রোডের দুপাশের ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানদারদের রমরমা এখনও বহাল।
হাবরা এক নম্বর রেলগেট এলাকা থেকে সুপারমার্কেট জয়গাছির পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পার হতে কখনও প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যায়। রাস্তায় দাঁড়িয়ে যায় বাস পণ্যবাহী ট্রাক সহ যানবাহন। ব্যস্ত সময়ে হাবরার এই যানজটের চেনা চিত্র যেন সয়ে গেছে এই বিধানসভা এলাকার মানুষের কাছে। বিগত বাম জমানা থেকে শুরু করে সরকার বদল হলেও বদলায়নি এই দুর্দশার ছবি।
advertisement
মাঝে একবার পৌরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চালানো হলেও, পরবর্তীতে আবারও যশোর রোডের দুপাশের ফুটপাত দখল করে গজিয়ে উঠতে দেখা গিয়েছে অস্থায়ী দোকান ও ব্যবসায়ীদের। এর ফলেই যশোর রোড সংকীর্ণ হয়ে পড়ায় নিত্যদিন হয় যানজট। উপরি পাওনা, হাবরার অটো ও টোটোর দৌরাত্ম। আর এর জেরই নাজেহাল অবস্থা হাবরাবাসি সহ প্রতিদিন যশোর রোড ব্যবহার করে যাতায়াত করা নিত্যযাত্রীদের।
advertisement
advertisement
ব্যবসায়ীরাও একপ্রকার মেনে নিচ্ছেন রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে পথ চলতি মানুষদেরও যেমন অসুবিধায় পড়তে হচ্ছে তেমনই তাদের রুটি রুজির বিষয়টিও প্রশাসনের দেখা উচিত। তবে যশোর রোড সংস্কার করে আরও চওড়া করার প্রয়োজনীয়তা রয়েছে বলেই মেনে নিচ্ছেন দুপাশের ব্যবসায়ীদের অনেকেই।
তবে হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা অবশ্য বলছেন,”২০১৪ সালে কিছু ব্যবসায়ীকে ফুটপাত থেকে তুলে এক নম্বর গেট সংলগ্ন তরুণ কান্তি ঘোষ হকার্স কর্নারে পুনর্বাসন দেওয়া হয়েছে। আবারও পরবর্তীতে যে সকল ব্যবসায়ী এই যশোর রোডের দু’ধারে বসে রয়েছেন তাদেরকে নিয়ে নতুন কোনও প্রজেক্ট করে তাদের স্থানান্তরিত করার চিন্তাভাবনা করা হচ্ছে। আর তারপরই সম্ভব হবে যশোর রোড সংস্কার।” তবে বছরের পর বছর ধরে চলে আসা হাবরার যানজটের চিত্র কবে বদলাবে, উত্তর ভবিষ্যতের গর্ভে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2024 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কবে বদলাবে হাবরার যানজটের চেনা ছবি! জাতীয় সড়কের পাশেই চলছে এইসব