RG Kar Doctor Murder: চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী দেখলেন হাসপাতালের সুপার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
RG Kar Doctor Murder: এদিন কালনা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় কার্যত পরিষেবা থমকে যায়। রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই পরিস্থিতিতে রোগী দেখতে এগিয়ে আসেন সুপার
পূর্ব বর্ধমান: এক অন্যরকম ভূমিকায় দেখা গেল কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতিকে। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। ফলে বহু সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ। ফলে ডাক্তার দেখাতে এসে দুর্ভোগের মুখে পড়ছেন রোগীরা। এই পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ কিছুটা কমাতে নিজেই রোগী দেখলেন কালনা হাসপাতালের সুপার।
এদিন কালনা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় কার্যত পরিষেবা থমকে যায়। রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই পরিস্থিতিতে কালনা হাসপাতালের মেডিসিন বিভাগে রোগীদের লম্বা লাইন দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি সুপার চন্দ্রশেখর মাইতি। রোগীদের কথা ভেবে তাঁদের পাশে দাঁড়াতে তিনি নিজেই হাতে স্টেথোস্কোপ তুলে নেন। আউটডোরে এসে রোগী দেখতে শুরু করেন।
advertisement
advertisement
পরে এই বিষয়ে সুপার বলেন, চিকিৎসকদের কর্ম বিরতির কারণে রোগীরা সমস্যায় পড়েছিলেন। তাই নিজেকে এগিয়ে আসতে হল। রোগীরাও সুপারের এহেন ভূমিকার প্রশংসা করেন। এই প্রসঙ্গে রাজীব শেখ নামের এক ব্যক্তি বলেন, আজ এখানে চিকিৎসা করানোর জন্য এসেছিলাম। দূর দূরান্ত থেকে আরও অনেক রোগী এসেছিল। কিন্তু মেডিসিন বিভাগে কোনও ডাক্তার ছিল না। দীর্ঘক্ষণ আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে কালনা হাসপাতালের সুপার এসে রোগী দেখতে শুরু করেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 7:59 PM IST