Ratha Yatra 2022: রাজ আমলের ঐতিহ্য মেনে আউশগ্রামের দিকনগরে জগন্নাথদেবকে নিবেদন করা হল ৫২ ভোগ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার রথযাত্রার দিনে আউশগ্রামের দিকনগরে জগন্নাথদেবকে পুজো করা হল বাহান্ন ভোগ দিয়ে। পেতলের থালায় ফল মিষ্টির ভোগ আসে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে
#বর্ধমান: শুক্রবার রথযাত্রার দিনে আউশগ্রামের দিকনগরে জগন্নাথদেবকে পুজো করা হল বাহান্ন ভোগ দিয়ে। পেতলের থালায় ফল মিষ্টির ভোগ আসে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে। পুজোর পর টান পড়ে রথের রশিতে। ৪০০ বছরেরও বেশি সময় ধরে রাজ আমলের ঐতিহ্য মেনে রথযাত্রা হয়ে আসছে দিকনগরে।
লোককথা অনুসারে, দিগনগরে জগন্নাথ দর্শন না করলে পুরী দর্শনের পুন্যলাভ হয় না। তাই পুরীতে জগন্নাথের পুজো দিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিকনগরে অনেকেই আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। রথের দিন এলাকায় অগণিত ভক্তের সমাগম হয়।
বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আউশগ্রামের দিকনগরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। নিত্যপুজোর জন্য সেবাইত নিয়োগের পাশাপাশি খরচ চালানোর জন্য জমিও দান করেন মহারাজ। সেই জমির আয়েই এতদিন মন্দিরের দেখভাল করতেন সেবাইতরা। বর্তমানে এই মন্দির পরিচালনা করে ট্রাস্টি কমিটি। নিত্যপুজো, নিত্যভোগ হয়।
advertisement
advertisement
রথযাত্রা উপলক্ষে জমজমাট দিকনগর। পুরীর মতো এখানেও জগন্নাথ- বলরাম-সুভদ্রার নিমকাঠের মূর্তি। স্নানযাত্রার পর তা শোওয়ানো থাকে জলের তলায়। ভাষ্কর এসে অঙ্গরাগ করেন। রথযাত্রার জন্য সেজে উঠেন জগন্নাথ। সারাদিন পূজার্চনার পর গোধূলিবেলায় টান পড়ে রথের রশিতে।
বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র মহতাবের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত দিকনগরের জগন্নাথদেবের মন্দির। প্রতি বছর এখানে ধুমধাম সহকারে রথযাত্রা উৎসব পালিত হয়। প্রভুর রথের রশিতে একবার টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করেন পুণ্যার্থীরা। গত দুবছর করোনার জন্য উৎসবে মাতোয়ারা হতে পারেননি বাসিন্দারা, এবার ঘরে ঘরে আত্মীয় পরিজন। মেলা বসেছে দিগনগরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 4:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratha Yatra 2022: রাজ আমলের ঐতিহ্য মেনে আউশগ্রামের দিকনগরে জগন্নাথদেবকে নিবেদন করা হল ৫২ ভোগ