৫৫ বছর ধরে জমজমাট ছাতা পরব, এবার একসঙ্গে উঠল ১০ ছাতা! কেন পালিত হয় এমন উৎসব

Last Updated:

অবসান হয়েছে রাজতন্ত্রের। আজ না আছে রাজা না আছে তার রাজত্ব। তবুও প্রথা মেনে প্রতিবছর ছাতা উৎসব পালিত হয়ে আসছে পুরুলিয়ার বলরামপুরে।

+
ছাতা

ছাতা পরব

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: অবসান হয়েছে রাজতন্ত্রের। আজ না আছে রাজা না আছে তার রাজত্ব। তবুও প্রথা মেনে প্রতিবছর ছাতা উৎসব পালিত হয়ে আসছে পুরুলিয়ার বলরামপুরে। বলরামপুরের বেড়মা এলাকায় প্রতিবছরের মতো এ বছরও ‌ আয়োজিত হল ঐতিহ্যবাহী ছাতা উৎসব। ১৯৭০ সালে সমাজসেবী ড. সুখেন্দু বিশ্বাসের উদ্যোগে এই লৌকিক উৎসবের সূচনা হয়েছিল। সে সময় জমিদার নির্মল সিং সর্দারকে ঘিরে মেলার সূচনা হয়। তিনি হাতিতে চড়ে বলরামপুর বাজার ঘুরে ছাতা তুলতেন সেই সময়। পরবর্তীতে তার বংশধরেরা ছাতা উত্তোলন করেন।
এবছর হরিহর সিং সর্দার ছাতা উত্তোলন করেন। ইন্দ্রদেবের নবরত্ন সভার আদলে একটি বড় ছাতার সঙ্গে আরও নয়টি ছোট ছাতা মিলিয়ে মোট দশটি ছাতা উত্তোলনের রীতি প্রচলিত রয়েছে এখানে। এ-বছর এই পরম ৫৫ বছরে পদার্পণ করল। দুর-দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই ছাতা পরবে‌। এমনকি পার্শ্ববর্তী রাজ্যের মানুষজনও ভিড় করেন এই পরবে।
advertisement
advertisement
এ বিষয়ে এই উৎসবে আশা এক দর্শনার্থী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই ছাতা পরব দেখতে আসেন। বহু বছরের পুরানো এই উৎসব। বহু মানুষের ভিড় হয় এখানে। এটা তাদের ঐতিহ্য। তাদের গ্রামের রাজা হরিহর সিং সর্দার নিজে ছাতা উত্তোলন করে এই পরবের সূচনা করেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময় টানা দু’দিন ধরে চলত এই মেলা। থাকত নানা সংস্কৃতি অনুষ্ঠান। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সবকিছু। করোনার পরে এই মেলার জৌলুস খানিকটা কমেছিল। ‌তবে বিগত বছরগুলির তুলনায় এ-বছর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বলরামপুরবাসীর আবেগের সঙ্গে মিশে রয়েছে এই উৎসব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫৫ বছর ধরে জমজমাট ছাতা পরব, এবার একসঙ্গে উঠল ১০ ছাতা! কেন পালিত হয় এমন উৎসব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement