Kali Puja 2025: কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো, দেড় লক্ষ বাজেটেই নজরকাড়া আয়োজন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Kali Puja 2025: গোটা সজ্জায় দেবী মহামায়ার নানা লীলা ও ঐশ্বরিক শক্তির প্রতিফলন ঘটেছে। থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেবদেবীর রূপ ও শক্তির বহিঃপ্রকাশ, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক ভাবনায় নিমগ্ন করবে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার আদ্রা রেল শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো দেশবন্ধু ক্লাবের কালীপুজো। এবার এই পুজো গৌরবময় ৬০ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ ছয় দশকের এই পথচলায় প্রতি বছরই নতুন ভাবনা ও শিল্পসৌন্দর্যের ছোঁয়ায় দর্শকদের মুগ্ধ করেছে এই ক্লাব। এবারের পুজোর মূল আকর্ষণ মহালীলায় মহামায়া থিমে সজ্জিত মণ্ডপ।
গোটা সজ্জায় দেবী মহামায়ার নানা লীলা ও ঐশ্বরিক শক্তির প্রতিফলন ঘটেছে। যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেবদেবীর রূপ ও শক্তির বহিঃপ্রকাশ, যা দর্শনার্থীদের আধ্যাত্মিক ভাবনায় নিমগ্ন করবে।
আরও পড়ুনঃ সকাল গড়াতেই বাড়ছে গরম, রাতে শীতের আমেজ, ধেয়ে আসছে বৃষ্টিও, অদ্ভুত আবহাওয়ার পরিবর্তন বাংলায়
প্রায় দেড় লক্ষ টাকা বাজেটের এই পুজো সম্পূর্ণভাবে স্থানীয় শিল্পী ও কারিগরদের দক্ষ হাতে নির্মিত। থার্মোকল, বাঁশ সহ বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণে গড়ে উঠেছে মনোমুগ্ধকর মণ্ডপ ও আলোকসজ্জা।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্যরা জানান, “প্রতি বছরই আমরা পুরুলিয়ার মানুষদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এই বছরও তার ব্যতিক্রম নয়। মহালীলায় মহামায়া থিমের মাধ্যমে দর্শনার্থীরা এক অনন্য অভিজ্ঞতা অর্জন করবেন বলে আমরা আশাবাদী। প্রতি বছরের মতো এবারও আমরা সকলের সহযোগিতায় ও আশীর্বাদে দর্শনার্থীদের এই অনন্য সুন্দর থিম উপহার দিতে পেরেছি। আশা করছি প্রতি বছর আমরা এই ভাবেই নিত্যনতুন থিমের মধ্য দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে পারব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশবন্ধু ক্লাবের ৬০ বছরের কালীপুজো শুধু ভক্তিমূলক আয়োজনে সীমাবদ্ধ নয়। এটি জেলার শিল্প, সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 22, 2025 3:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো, দেড় লক্ষ বাজেটেই নজরকাড়া আয়োজন