Purba Bardhaman News: চুরি ডাকাতি ঠেকাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পুলিশের, জোর সি সি ক্যামেরায়
- Published by:Debalina Datta
Last Updated:
ব্যবসায়ীদের সি সি টিভি লাগানোর পরামর্শ দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
#পূর্ব বর্ধমান: পুজোর মরশুমে চুরি ডাকাতির ঘটনা রুখতে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ। এ ব্যাপারে কী কী সতর্কতা মূলক ব্যবস্হা নেওয়া দরকার সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করা হয়। ব্যবসায়ীদের সি সি টিভি লাগানোর পরামর্শ দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তার আগে যাতে কোন রকম অপ্রতিকর ঘটনা না ঘটে তার কারনে প্রতিটি থানার পক্ষ প্রতিটি বাজারে কড়া নিরাপত্তা কথা চিন্তা করে প্রতিটি থানায় আজ পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পক্ষ থেকে সমস্ত রায়না থানার এলাকার বাজার কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় রায়না থানা প্রাঙ্গণে।
advertisement
advertisement
বৃহস্পতিবার এই অনুষ্ঠানে মূল বিষয় বস্তু ছিলো রায়না থানার অন্তর্গত সমস্ত এলাকার সমস্ত রকমের ব্যবসার ক্ষেত্রে কোনও রকম অসুবিধায় যাতে না পরতে হয় ব্যবসায়ীদের তা নিশ্চিত করা। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হচ্ছে জানান রায়না থানার ওসি সৈকত মন্ডল । এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এস ডি পি ও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী।
advertisement
তিনি জানান, ব্যবসায়ীদের সতর্ক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামনে পুজো, তারপর শীত পড়তে শুরু করবে। যাতে কোন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই ব্যবসায়ীদের সতর্ক করা হলো। এদিনের বৈঠকে এসডিপিও ছাড়া উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর রজত কান্তি পাল, রায়না থানার ওসি সৈকত মন্ডল, সেহারা পুলিশ ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস।
advertisement
ব্যবসায়ীদের বোঝানো হয়, শুধু সি সি টিভি বসালেই হবে না, কোন জায়গায় বসালে তা বিশেষ কার্যকর হবে সেটা বুঝতে হবে। চুরি, ছিনতাই করতে আসা গাড়ির নম্বর প্লেট যাতে সি সি ক্যামেরায় দেখা যায় তা নিশ্চিত করতে হবে। পুলিশের এক আধিকারিক বলেন, বেশিরভাগ থানা এলাকাতেই গুরুত্বপূর্ণ বাজারগুলিতে সি সি টিভি আছে। পুলিশের উদ্যোগেও সি সি টিভি বসানো হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও বেশি বেশি করে সি সি টিভি লাগানো হলে অপরাধীদের চিহ্নিত করা বা চুরি ডাকাতির কিনারা করা অনেকটা সহজ হবে। সেসব বিষয়েই ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হল। পুলিশের এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 9:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: চুরি ডাকাতি ঠেকাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পুলিশের, জোর সি সি ক্যামেরায়

