Potato Price Hike|| আকাশছোঁয়া আলুর দাম! কেন হু হু করে বাড়ছে দাম? আর কত বাড়তে পারে?

Last Updated:

Potato price increasing day by day: হৃদয়পুর স্টেশন বাজারে আলুর দাম ৩০ ও ৩৫ টাকা প্রতি কেজি। কেন এত দাম? হঠাৎ করে আলুর ঘাটতি হল কীভাবে? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মধ্যে।

#হৃদয়পুর: আলুর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের মাথায় হাত, সোমবার হৃদয়পুর স্টেশন বাজারে আলুর দাম ৩০ ও ৩৫ টাকা প্রতি কেজি। কেন এত দাম? হঠাৎ করে আলুর ঘাটতি হল কী ভাবে? নানান প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মধ্যে। জ্যোতি আলু হৃদয়পুর বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, দু-এক জায়গায় আবার ২৭, ২৮ টাকায়ও পাওয়া যাচ্ছে। আর যে আলু চন্দ্রমুখী বলে বিক্রি হচ্ছে সেটা আসলে সুপার সিক্স, যার দাম ৩৫ টাকা প্রতি কেজি। এই দাম বাড়ার ফলে একদিকে যেমন আলুর বিক্রি কমে গিয়েছে। অন্যদিকে, ব্যবসায়ীদের আলু দোকানে অনেক দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে।
আরও পড়ুন: এক রাতেই বিশেষ উপাদান দিয়ে তৈরি হয় ঠাকুর, সেই রাতেই পুজো-বিসর্জন, কর্ণগড়ের রোমহর্ষক কাহিনী
যে মানুষ একবারে ৫ কেজি করে আলু কিনতো সে এক কেজি আলু নিয়েই বাড়ি ফিরছে, কারণ আজ দাম বেশি আছে কাল যদি কমে। এই ভাবতে ভাবতে সপ্তাহ পার হয়ে যাচ্ছে কিন্তু আলুর দামে কোনও হেরফের নেই। আলু ব্যবসায়ী থেকে বাজার কমিটির সেক্রেটারি প্রত্যেকের বক্তব্য এবছর আলু উৎপাদন কম, আলু আমদানি হচ্ছে না, গত বর্ষায় আলু অনেক নষ্ট হয়েছে। সেই কারণে এত দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আলু কিনছে ২৭-২৮ দরে, তাহলে কীভাবে ৩০ টাকার কমে বেচবে? বাজারে আসা ক্রেতাদের অবশ্য বক্তব্য দাম এতটাই বেড়েছে যে কোনও উপায় নেই। প্রতিদিনের রান্নায় আলু ব্যবহার কমিয়ে দিতে হয়েছে। আলু ছাড়া বাঙালি পাতে কোনও আইটেম হয় না, অগত্যা আলুর পরিমাণ কমিয়ে সবজি, মাছ, মাংস খেতে হচ্ছে। এই দাম কবে কমবে! কী ভাবে কমবে!
advertisement
কারও জানা নেই। দু-একদিনের মধ্যে কিছুটা হলেও কমবে বলে আশাবাদী ব্যাবসায়ীরা। তবে কী ভাবে কমবে সেই উত্তর নেই। একদিকে গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়েছে, ভোজ্য তেল ২০০ টাকা ছুঁতে গেল। পেট্রোল, ডিজেলের দামও বেড়েই চলছে। আর বাজার ঘুরলে দেখা যাচ্ছে সবকিছুতে দু-পাঁচ টাকা করে দাম বেড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের আয় সেভাবে বাড়েনি। সেক্ষেত্রে মধ্যবিত্তদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Price Hike|| আকাশছোঁয়া আলুর দাম! কেন হু হু করে বাড়ছে দাম? আর কত বাড়তে পারে?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement