'কটাই' হারিয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবার, সন্ধানে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানে, মিলবে নগদও
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
প্রাণাধিক প্রিয় পোষ্য বিড়াল হারিয়ে যাওয়া তে পোস্টার পড়ল বর্ধমানে। পোষ্য সন্ধান দিতে পারলে রয়েছে পুরস্কারও। পোস্টারে লেখা রয়েছে 'কটাই হারিয়ে গিয়েছে, কটাই - এর সন্ধান দিতে পারলে পাওয়া যাবে নগদ ১০০ টাকা।
পূর্ব বর্ধমান: "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"। স্বামী বিবেকানন্দের এই মহান উক্তিটি মানব জীবনের কিছু মানুষের ক্ষেত্রে যথেষ্ট তৎপর্যপূর্ণ। তাই প্রাণাধিক প্রিয় পোষ্য বিড়াল হারিয়ে যাওয়া তে পোস্টার পড়ল বর্ধমানে। পোষ্য সন্ধান দিতে পারলে রয়েছে পুরস্কারও। পোস্টারে লেখা রয়েছে 'কটাই হারিয়ে গিয়েছে, কটাই - এর সন্ধান দিতে পারলে পাওয়া যাবে নগদ ১০০ টাকা। আর এই পোস্টার দেওয়াকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বর্ধমানের ফুল পুকুর এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকারই এক গৃহস্থ বাড়িতে দীর্ঘদিন ধরে পোষ্য ঐ বিড়ালটি থাকতো। নাম কটাই। হঠাৎ ১০ই জানুয়ারি থেকে নিখোঁজ হয়ে যায় বিড়ালটি। এরপর পরিবারের লোকজন ওই বিড়ালটির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি শুরু করে। কিন্তু বিড়ালটির কোনো হদিসই পাননি বাড়ির মালিক। অবশেষে নিরুপায় হয়ে 'কটাইয়ের' ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে তার সন্ধানে চালায় পোষ্য বিড়ালের মালিক।
advertisement
কিন্তু প্রশ্ন উঠছে মাত্র ১০০ টাকা মূল্যের পুরস্কারের জন্য আদৌ কি কটাই এর সন্ধান কেউ দেবে? এই নিয়ে শুরু হয়েছে এক নয়া ধন্দ্ব। তবে পোষ্যের মালিক চাইছেন যেকোনো উপায়ে তার প্রাণাধিক প্রিয় কটাই যেন বাড়ি ফিরে আসুক। প্রিয় কটাই হারিয়ে যাওয়ায় এক প্রকার শোকের পরিবেশ গোটা পরিবার। অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে তাদের প্রিয় পোষ্য কটাই ফিরে আসবে।
advertisement
advertisement
প্রিয়জনের সন্ধানে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে পোস্টার পড়তে তবে পোষ্যের সন্ধানে পোস্টার পড়ায় রীতিমত হইচই পড়েছে বর্ধমানে। আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়েও পোস্টার পড়তে দেখা গিয়েছে। তবে পোষ্যের প্রতি এহেন প্রেম সত্যিই প্রশংসনীয়। এখন ওই পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও কটাইয়ের ফেরার অপেক্ষায়।
advertisement
Malobika Biswas
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'কটাই' হারিয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবার, সন্ধানে পোস্টার পড়ল পূর্ব বর্ধমানে, মিলবে নগদও