Police: মানসিক অবসাদের জেরেই কি গুলি? মৃত পুলিশকর্মীর পরিবার যা বলছে

Last Updated:

Police: রাতে পরিবারের কাছে মৃত্যুর দুঃসংবাদ আসে। যদিও তপন পাল এর মৃত্যু নিয়ে কোনও মুখ খুলতে নারাজ পরিবার

মৃত পুলিশকর্মীর পরিবার যা বলছে
মৃত পুলিশকর্মীর পরিবার যা বলছে
নদিয়া: কলকাতা পুলিশের কর্মরত নিজের সার্ভিস থেকে গুলিতে মৃত কনস্টেবল তপন পালের বাড়ি নদিয়া হরিণঘাটা থানার সুবর্ণপুরে। গত সাত দিন আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন। গতকাল বাড়ি থেকে কলকাতা গিয়ে ডিউটিতে যোগদান করেন। রাতে পরিবারের কাছে মৃত্যুর দুঃসংবাদ আসে। যদিও তপন পাল এর মৃত্যু নিয়ে কোনও মুখ খুলতে নারাজ পরিবার।
তবে তপন পালের দাদার আর্তি, এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেন তপন পাল। তবে কী কারণে তা স্পষ্ট করেনি কেউই। তপনের মৃত্যুর খবর পেতেই শোকে ভেঙে পড়েন পরিবারের লোকেরা। তাঁর দাদা কাতর কন্ঠে বলেন, ‘এই যুদ্ধে একা কেনো গেলি, আমাকে কেনো নিয়ে গেলি না।’ প্রতিবেশীদের দাবি, শারীরিক অসুস্থতা ছিল। এলাকায় সবার সঙ্গে মিশতেন। তবে কিছুটা ধার দেনা হয়েছিন বলে প্রতিবেশীরা দাবি করেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ব্যরাক থেকে ডিউটিতে যাওয়ার পথে নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের বুকেই গুলি করলেন তাপস পাল নামে কলকাতা পুলিশের এক পুলিশকর্মী। ঘটনায় মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ কেন নিজের বুকে গুলি করে বসলেন তাপস, তা এখনও অজানা।
advertisement
খাদ্য ভবনের ভিতরে পুলিশের ব্যারাক রয়েছে৷ সেই ব্যারাক থেকেই এদিন রাত ১০.৫০ থেকে ১১টার মধ্যে ডিউটিতে যাচ্ছিলেন পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অফিসার৷ সেই সময়েই হঠাৎ গুলির শব্দ শোনা যায়৷ তিনি কি স্বইচ্ছায় নিজেকে আঘাত করেছেন নাকি কোনও কারণে অতর্কিতে গুলি চলে গিয়েছে, এখনও তা স্পষ্ট নয়৷ তবে প্রাথমিক ভাবে পুলিসের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল।
advertisement
রঞ্জিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police: মানসিক অবসাদের জেরেই কি গুলি? মৃত পুলিশকর্মীর পরিবার যা বলছে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement