Purba Medinipur: বাজার করতে এসেই সর্বস্বান্ত হতেন অনেকে! রামনগরে পুলিশের হানা, হাতেনাতে গ্রেফতার ২

Last Updated:

দু'জনকে হাতেনাতে পাকড়াও করলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। বাকিদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পঙ্কজ দাশরথী, রামনগর: পূর্ব মেদিনীপুরের রামনগরে জুয়ার আসরে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার পুলিশ। জুয়ার ঠেক থেকে নগদ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তবে দু’জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা রামনগর থানার বাসুলিপাট গ্রামের পিন্টু বেরা ও তালগাছাড়ি গ্রামের তপন কামিলা। মঙ্গলবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রামনগর বাজারের উপর চলছিল অনলাইন জুয়ার আসর। সকাল থেকে বাজারে অনেক মানুষ আসতেন৷ তাঁদের অনেকেই নাওয়া খাওয়া ভুলে জুয়ার ওই ঠেকেই দিন কাটিয়ে দিতেন৷  এসে জমায়েত হতেন৷ বাজারে আসা অনেকে সর্বস্বান্ত হয়েই বাড়ি ফিরতেন। অনেক দিন ধরেই এ নিয়ে অভিযোগ যাচ্ছিল পুুলিশের কাছে৷
সোমবার সন্ধ্যায় রামনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দেয়। দু’জনকে হাতেনাতে পাকড়াও করলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। বাকিদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন  ‘গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দেওয়া হয়। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলবে।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: বাজার করতে এসেই সর্বস্বান্ত হতেন অনেকে! রামনগরে পুলিশের হানা, হাতেনাতে গ্রেফতার ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement