Purba Medinipur: বাজার করতে এসেই সর্বস্বান্ত হতেন অনেকে! রামনগরে পুলিশের হানা, হাতেনাতে গ্রেফতার ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দু'জনকে হাতেনাতে পাকড়াও করলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। বাকিদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
পঙ্কজ দাশরথী, রামনগর: পূর্ব মেদিনীপুরের রামনগরে জুয়ার আসরে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার পুলিশ। জুয়ার ঠেক থেকে নগদ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তবে দু’জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা রামনগর থানার বাসুলিপাট গ্রামের পিন্টু বেরা ও তালগাছাড়ি গ্রামের তপন কামিলা। মঙ্গলবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রামনগর বাজারের উপর চলছিল অনলাইন জুয়ার আসর। সকাল থেকে বাজারে অনেক মানুষ আসতেন৷ তাঁদের অনেকেই নাওয়া খাওয়া ভুলে জুয়ার ওই ঠেকেই দিন কাটিয়ে দিতেন৷ এসে জমায়েত হতেন৷ বাজারে আসা অনেকে সর্বস্বান্ত হয়েই বাড়ি ফিরতেন। অনেক দিন ধরেই এ নিয়ে অভিযোগ যাচ্ছিল পুুলিশের কাছে৷
সোমবার সন্ধ্যায় রামনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দেয়। দু’জনকে হাতেনাতে পাকড়াও করলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। বাকিদের ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন ‘গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে হানা দেওয়া হয়। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 4:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur: বাজার করতে এসেই সর্বস্বান্ত হতেন অনেকে! রামনগরে পুলিশের হানা, হাতেনাতে গ্রেফতার ২