নিকট আত্মীয়ের প্রাণ যায় যায়, বাড়িতে তালা লাগিয়ে বাইরে যেতেই যেন 'মাথায় ছাদ ভেঙে পড়ল'!
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:PRIYABRATA GOSWAMI
Last Updated:
অসুস্থ সেই আত্মীয়কে দেখতে নিজের ঘর তালা বন্ধ রেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র যান সন্দীপ রায়। ফিরে আসতেই....
বাঁকুড়া: নিকট আত্মীয় গুরুতর অসুস্থ। খবর পেয়ে বাড়ি বন্ধ রেখে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের এই ঘটনায় সকাল থেকে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বাঁকুড়া সদর থানার পুলিশ।
বাড়ি বন্ধ রেখে অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে অন্যত্র পরিবারের সদস্যরা, দরজার তালা ভেঙে কয়েক লক্ষ নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে চম্পট দুষ্কৃতীদের৷ বাড়িতে কেউ নেই, সেই খেয়াল রাখছিল দুষ্কৃতীরা, এবং সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ করল তারা।
advertisement
advertisement
বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের বাসিন্দা পেশায় সমৃদ্ধ কৃষক সন্দীপ রায়। সম্প্রতি নিজের জমি বিক্রির প্রায় সাত লক্ষ টাকা নগদ নিজের ঘরেই রেখেছিলেন। ঘরের আলমারিতে সেই নগদ টাকার পাশাপাশি রাখা ছিল অলঙ্কারও। এদিকে হঠাৎ করে বুধবার খবর আসে সন্দীপ রায়ের এক আত্মীয় গুরুতর অসুস্থ। অসুস্থ সেই আত্মীয়কে দেখতে নিজের ঘর তালা বন্ধ রেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র যান সন্দীপ রায়।
advertisement
বাড়ি ফাঁকা থাকার সুযোগে বুধবার রাতে দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে অবাধে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ সকালে ঘরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চুরি হয়েছে বুঝতে পেরে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিকট আত্মীয়ের প্রাণ যায় যায়, বাড়িতে তালা লাগিয়ে বাইরে যেতেই যেন 'মাথায় ছাদ ভেঙে পড়ল'!