জলে ডুবে রাস্তাঘাট, লাটে উঠেছে পরিবহণ! রাজ্যের 'এই' গ্রামে চরম দুর্ভোগ, পঞ্চায়েত প্রধান বলছেন...
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
একটানা বৃষ্টির জেরে রাস্তাঘাট ডুবে থাকায় দৈনন্দিন যাতায়াত ও স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটছে
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: জল জমে দুর্ভোগে গ্রামবাসী, স্থায়ী নিষ্কাশনের দাবিতে সরব নোয়াপাড়ার মানুষ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর পঞ্চায়েতের নোয়াপাড়া চার নম্বর এলাকায় বর্ষার জল জমে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একটানা বৃষ্টির জেরে রাস্তাঘাট ডুবে থাকায় দৈনন্দিন যাতায়াত ও স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটছে। স্কুলে যাওয়া থেকে শুরু করে রোগী পরিবহণ- সবকিছুই হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চলছে। কিন্তু তা সত্ত্বেও আজ অবধি কোনও স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে ওঠেনি। একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ জানানোর পরেও সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাঁদের অভিযোগ, “প্রত্যেক বছর বর্ষা এলেই এই সমস্যা। অথচ সমস্যা দূর করতে প্রশাসনের কোনও কার্যকরী পদক্ষেপ দেখা যায় না।”
advertisement
আরও পড়ুনঃ পোস্ট অফিস গ্রাহকদের টাকা হাতিয়ে পগারপার! ফেরার পিওনকে গ্রেফতার করল পুলিশ
পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে, সম্প্রতি সমস্যার প্রতিবাদে এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁরা জানান, প্রশাসনের নীরব ভূমিকা এবং অকার্যকর পরিকল্পনার জন্যই বছরের পর বছর এই জলযন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যদুরহাটি উত্তর পঞ্চায়েতের প্রধান নিজে ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “গত বছর কিছু অংশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছু বাসিন্দা নিজের বাড়ির সামনে ড্রেনের পথ বন্ধ করে রাখায় কাজ থমকে যায়। এবার সেই সমস্যা কাটিয়ে দ্রুত কাজ শুরু করা হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর স্পষ্ট জানিয়েছে, “স্থায়ী নিকাশি ব্যবস্থা ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।” প্রশাসনের কাছে তাঁদের আবেদন, অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা ও পুরনো ড্রেনগুলির সংস্কারের কাজ হাতে নেওয়া হোক। বর্ষাকালে জল জমে যাওয়া এক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে সামনে এসেছে। এখন দেখার, প্রশাসন ঠিক কতটা দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে এই জলযন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলে ডুবে রাস্তাঘাট, লাটে উঠেছে পরিবহণ! রাজ্যের 'এই' গ্রামে চরম দুর্ভোগ, পঞ্চায়েত প্রধান বলছেন...