Bangla Video: মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে, অভিনব উদ্যোগ নিল এই গ্রাম পঞ্চায়েত!

Last Updated:

Bangla Video: মহিলা নিরাপত্তায় দুর্দান্ত পদক্ষেপ পুরুলিয়ার এই গ্রাম পঞ্চায়েতের, জানেন কি করল তারা!

+
সিসিটিভি

সিসিটিভি ক্যামেরা স্বাস্থ্য কেন্দ্র

পুরুলিয়া : গ্রামাঞ্চলের মানুষের ভরসা স্বাস্থ্য কেন্দ্র। রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করতে হয় স্বাস্থ্য কেন্দ্রের উপর। এবার স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার কথা মাথায় রেখে এগিয়ে এলগ্রাম পঞ্চায়েত। ঝালদা ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চারটি সি সি টিভি ক্যামেরা লাগানহল ঝালদা এক নম্বর ব্লকের ইলু উপ স্বাস্থ্য কেন্দ্রে। রোগী ও রোগীর আত্মীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত।
আরও পড়ুন: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন , আমরা ইতিপূর্বেই দেখেছি আর জি কর মর্মান্তিক ঘটনা। সেখানে নিরাপত্তার বিষয়টি কথা ভেবে ইলু উপ স্বাস্থ্য কেন্দ্রে সি সি টিভি ক্যামেরা লাগানো হয়েছে এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ কারণ এখানে মহিলা চিকিৎসক থেকে মহিলা স্বাস্থ্য কর্মীরাও রয়েছে এক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে নিরাপত্তার দিক থেকে। এ বিষয়ে ইলু উপ স্বাস্থ্য কেন্দ্রের মহিলা চিকিৎসক ড. নির্মিত দাস বলেন , পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। পঞ্চায়েতের এই উদ্যোগ খুবই ভালো। এতে সকলেরই উপকার হবে।
advertisement
এ বিষয়ে ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রলয় চ্যাটার্জী জানান , স্বাস্থ্য কেন্দ্রটি একটি ফাঁকা এলাকায় রয়েছে তাই যাতে কোনওঅঘটন না ঘটে সেই নিরাপত্তার কথা ভেবে ও এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই আপাতত স্বাস্থ্য কেন্দ্রে চারটি সি সি টিভি ক্যামেরা লাগানো হল। আগামী দিনেও কি ভাবে এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে তৎপর থাকবে পঞ্চায়েত।
advertisement
advertisement
গ্রামের মানুষদের ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রগুলি। প্রতিদিন বহু মানুষ চিকিৎসা করাতে এই স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাদের নিরাপত্তা কথা ভেবেই পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে, অভিনব উদ্যোগ নিল এই গ্রাম পঞ্চায়েত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement