কাঁসাই গিলেছে ধানের জমি! চাষিদের 'সুদিন' ফেরাতে বড় পদক্ষেপ গ্রাম পঞ্চায়েতের, মিলল স্বস্তি
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Rice Cultivation: প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে দু'টি বড় পাম্পের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। যার মাধ্যমে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। স্বস্তি ফিরছে ধান চাষিদের।
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: কয়েক বছর ধরে বর্ষার সময় চাষবাস করতে পারছে না পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়িয়া, শালডহরী-সহ বেশ কয়েকটি মৌজার চাষিরা। এ বছরও মাঠে ধান লাগানো হয়ে গিয়েছে। কিন্তু প্রায় দুই মাস হতে যায় কাঁসাই নদী একই ভাবে ভরে রয়েছে। জল কমছে না। যার ফলে নদীর জলে মাঠ ডুবেছে। অপরদিকে দফায় দফায় বৃষ্টি চলছে। আর তাতেই বেজায় সমস্যায় পড়েছেন এই মৌজাগুলির চাষিরা।
আরও পড়ুনঃ সজোরে ধাক্কায় সোজা ট্রাকের চাকার তলায়! সাইকেল দুমড়ে মুচড়ে একাকার, কিন্তু ‘অবিশ্বাস্যভাবে’ বেঁচে গেল রূপম
তবে এই সমস্যার সমাধানের ব্যবস্থা করল ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েত। বর্তমানে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে দু’টি বড় পাম্পের ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। যার মাধ্যমে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে কিছুটা স্বস্তি হলেও পাম্পের সংখ্যা আরও বাড়ানোর আবেদন করেছেন চাষিরা। তবেই তারা প্রকৃত উপকার পাবেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে হাতে গরম টাকা আয় করতে চান! মহিলাদের উপার্জনের নতুন পথ, জানুন এক ক্লিকেই
এই বিষয়ে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা জানান, “দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা হয়ে আসছে। এই বছরও লাগাতার বৃষ্টি। নদীতে জল। তাই চাষের জমিতে লাগানো ধান জলে ডুবে আছে। আমাদের সাময়িক প্রচেষ্টায় দু’টি পাম্প লাগানো হয়েছে। যার সাহায্যে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে চাষিদের জলে ডুবে থাকা ধান গাছগুলো বাঁচবে। আগামীতে আরও কয়েকটি পাম্প বাড়ানো যায় কিনা দেখছি।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 12:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁসাই গিলেছে ধানের জমি! চাষিদের 'সুদিন' ফেরাতে বড় পদক্ষেপ গ্রাম পঞ্চায়েতের, মিলল স্বস্তি