#চন্দ্রকোনা: শ্যামা পুজোর মণ্ডপ জুড়ে করোনা সচেতনতার বার্তা। মণ্ডপের সামনে রাখা রয়েছে ভয়ঙ্কর এক মূর্তি যা করোনাসুর রূপেই তৈরি করা হয়েছে। তারই পাশে রোনাসুরকে আটকাতে মানববন্ধনের হাত সাথে মাস্ক পরা কচিকাঁচাদের ছবি । এক কথায় করোনা থেকে বাঁচতে মাস্ক অতিপ্রয়োজনীয় তাই তুলে ধরা হয়েছে মন্ডপের কারুকার্যে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বাঁকা গ্রামের কারক পরিবারের পুজো মণ্ডপ এবারের থিম করোনা। ২৭ বছর ধরে কালী পুজোর মণ্ডপ বিভিন্ন থিম নজর কাড়ে বাঁকার কারক পরিবার। প্রতিবছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির প্রদর্শনী করে মানুষের মন জয় করে। এবছর করোনা আবহের জন্য বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির প্রদর্শনী শুধুমাত্র মণ্ডপে থিম তুলে ধরে নজর কেড়েছে চন্দ্রকোনার বাঁকা গ্রামের কারক পরিবার।
Sukanta Chakroborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chandrakona, Kali puja 2020